www.muktobak.com

বিভ্রান্তি ছড়ানো : ৯টি পেজ ও আইডি বন্ধ


 মুক্তবাক রিপোর্ট    ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৫৪    খবর


‘সরকারের পক্ষে’ এবং ‘বিরোধী দলের বিপক্ষে’ ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশের ৯টি পেজ ও ৬টি আইডি বন্ধ করলো ফেসবুক কর্তৃপক্ষ।

বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে রয়েছে, বিডিএসনিউজ২৪.কম, BBC-BANGLA বিবিসি বাংলা, নিউজ দিনরাত২৪ ডট কম।


ফেসবুকের সাইবার সিকিউরিটি প্রধান নাথানিয়েল গ্লেসিয়ার জানান, 'আমাদের তদন্ত ইঙ্গিত করছে যে এর সঙ্গে যে সব ব্যক্তি জড়িত, তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে ।'

অভিযোগ আনা হয়েছে অন্য নিউজ পোর্টাল কপি করারও।
 আরও খবর