www.muktobak.com

পিআইবিএতে মাস্টার্স


 মুক্তবাক রিপোর্ট    ২৪ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৬:২৪    প্রশিক্ষণ


পিআইবিতে জার্নালিজমে মাস্টার্স ভর্তির আবেদন শুরু হয়েছে। এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপনের পাশাপাশি পিআইবির অফিসিয়াল অবসাইট  http://www.pib.gov.bd/

 এ ঘোষণা দেয়া হয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক। তবে কোনো পরীক্ষাতেই জিপিএ ২.৫ এর নীচে গ্রহণযোগ্য নয়।

১৭ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে।


ভর্তি পরীক্ষা : ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১.৩০টা।
ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ২৬ জানুয়ারি ২০১৮




 আরও খবর