একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সবচেয়ে সরব দেশের গণমাধ্যম। পত্রিকা কিংবা ইলেকট্রনিক মিডিয়া সবজায়গায়ই প্রতিদিন থাকছে নানা আয়োজন। থাকছে বিশেষ প্রতিবেদন, সাক্ষাৎকার, সাময়িকি। বাংলাদেশের নির্বাচনের ঢেউ গিয়ে লাগছে আন্তর্জাতিক মিডিয়াতেও। বিবিসি, আলজাজিরা, গার্ডিয়ান, টাইমস, সিএনএন, আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিদেশি মিডিয়াতেও গুরুত্ব পাচ্ছে ভোটের খবর।
কলকাতার দৈনিক আনন্দ বাজার প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার। এছাড়া ইন্ডিয়ান এক্সপ্রেস সাক্ষাৎকার নিয়েছে ডক্টর কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তারা আলাপে উঠে আসে দেশের রাজনীতির নানা প্রসঙ্গ। ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের সাক্ষাৎকার, এএফপি সূত্রে ছেপেছে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া।
দেশের রাজনীতি, ভোট ও গণতন্ত্র নিয়ে বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে বেশ কিছু গণমাধ্যমে।
সেসব সাক্ষাৎকার ও নিবন্ধের লিংক নীচে দেয়া হলো :
আনন্দ বাজারে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার : আমরাই আসছি, মানুষ আমাদের চাইছেন: বিশেষ সাক্ষাৎকারে হাসিনা
ইন্ডিয়ান এক্সপ্রেসে মির্জা ফখরুলের সাক্ষাৎকার : ‘BNP tried to fix meeting with Ram Madhav in Bangkok, but Indian side chickened out’
এএফপিকে দেয়া ডক্টর কামাল হোসেনের সাক্ষাৎকার : The octogenarian challenging Bangladesh's 'autocrat' Hasina
সময় টিভিকে দেয়া প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার : মুখোমুখি সজীব ওয়াজেদ জয়
সময় টিভিকে দেয়া প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার (ইউটিউব) : মুখোমুখি সজীব ওয়াজেদ জয়
বিশেষ নিবন্ধ :
গার্ডিয়ান : Bangladesh election: Sheikh Hasina heads for tainted victory
আল জাজিরা : Ten years of Sheikh Hasina: 'Development minus democracy'
এপি : Bangladesh's Iron Lady Faces a Hobbled Opposition as She Seeks Her Fourth Term
স্ক্রল ইন: India’s Bangladesh policy: Unwavering support for Sheikh Hasina is harmful for both countries