www.muktobak.com

অন্ধকার জগতের ‘প্রিন্স’মোহাম্মদ বিন সালমান


 jagonews    ১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ১২:৫০    দেশ


সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাশোগির অন্তর্ধান আবারো সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) আলোচনায় নিয়ে এসেছে। ২০১৫ সালে প্রতিদ্বন্দ্বি অন্য যুবরাজদের ডিঙ্গিয়ে ৩৩ বছর বয়সী এই যুবরাজ দেশটির ডি ফ্যাক্টো নেতা হন। রক্ষণশীল সৌদি অারবে সেই সময় তার অর্থনৈতিক ও সামাজিক সংস্কার উদ্যোগ আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

চলতি বছরের মার্চে তিনি যুক্তরাষ্ট্র সফরে যান। গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া নতুন এই যুবরাজ সেসময় টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ স্টোরিতে জায়গা পান। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের সিক্সটি মিনিট অনুষ্ঠান ও ব্লুমবার্গকে সাক্ষাৎকার দেন তিনি।
তবে খাশোগির অন্তর্ধান সৌদি এই যুবরাজের অন্ধকার জগৎকে সামনে নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে দেশটির সমালোচক ও মানবাধিকার কর্মীদের বন্দী করে রাখা। ইয়েমেন যুদ্ধে সৌদি হস্তক্ষেপ হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহাণি ঘটিয়েছে। পাশাপাশি বর্তমানে সৌদিতে নজিরবিহীন শিরশ্ছেদ বৃদ্ধি পেয়েছে।
 আরও খবর