মানবকণ্ঠ ছিল আমার তৃতীয় কর্মস্থল। পত্রিকাটিতে কাজ করেছিলাম খুব অল্প সময়ের জন্য। তবে এই সময়ের মধ্যে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক বকর ভাই এর প্রতি অগাধ শ্রদ্ধা জন্ম নিয়েছিল। নিতান্তই কাজ পাগল একজন মানুষ ছিলেন। পত্রিকাটিকে এতটাই আপন করে নিয়েছিলেন যে খুব বেশি অসুস্থ না হলে অফিস কামাই দিতেন না। আমি যত দিন কাজ করেছিলাম তার মধ্যে কোনো দিনও দেখি নাই তিনি অফিস কামাই দিয়েছেন। সহকর্মীদের প্রতি তার ছিলো অগাধ ভালোবাসা। বিশেষ করে অল্প বয়স্ক রিপোর্টারদের ভীষণ স্নেহ করতেন। বয়সে বাবার সমতুল্য মানুষটার কাছ থেকে শেখার শেষ ছিল না। সংবাদ প্রকাশ করতে গিয়ে কোন হুমকির মুখে পড়লে তিনি পাশে দাঁড়াতেন। সমস্যা সমাধানের চেষ্টা করতেন।
লেখককে দেয়া ঈদ বখশিশ
একবার অবৈধ স্বর্ণ ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করায় নানা হুমকি আসতে থাকে অফিসে। অনেক হুমকি ধামকির মাঝে আমি যখন অফিসে উপস্থিত হলাম দেখলাম খুব চিন্তিত বকর ভাই, তার সঙ্গে ছিলেন তৎকালীন ক্রাইম বিটের চিফ সৈয়দ আতিক ভাই (বর্তমানে যুগান্তরের ক্রাইম বিটের চিফ)। দুজনেই আমার ডেস্ক এর কাছে চলে আসলেন। প্রশ্ন করলেন তোমার নিউজের তথ্য কি ঠিক আছে? আমি অনেকটা ঘাবড়ে গিয়ে বললাম জ্বি ভাই ঠিক আছে। তখন বললেন প্রমাণ করতে পারবা?। আমি মোবাইলে রেকর্ড করা কথোপকথন ও অন্যান্য তথ্য শোনালাম। দুজনেই মন দিয়ে শুনলেন। এর পর বকর ভাই কোথায় যেন ফোন করে বলেন আমাদের রিপোর্ট ঠিক আছে। তথ্য প্রমাণও আছে। চাইলে দেখাতে পারব। আতিক ভাই সাহস দিলেন পাশে দাঁড়িয়ে। এর পর নিজেকে একটু হালকা লাগছিল।
কিছু সময় পরই একটি অচেনা নম্বর থেকে ফোন করে এক স্বর্ণ ব্যবসায়ীর ব্যক্তিগত সহকারী বললেন স্যার আপনাকে চা খাওয়ার দাওয়াত দিয়েছেন। কবে আসবেন?। আমি বললাম পরে জানাব। এর পর আবার বকর ভাইকে চা খাওয়ার দাওয়াতের কথা জানালাম। ভাই তখন সতর্ক করে দিয়ে বলেন তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। বিপদে ফেলতে পারে। বকর ভাই এর কথামত সেখানে গেলাম না। এরপরও কয়েকবার ফোন করেছে আর রিসিভ করি নাই। আমার মতো হয়তো আরও অনেকেই সাংবাদিকতার ক্ষেত্রে সচেতন হয়েছেন বকর ভাই এর কাছ থেকে। এই মানুষটা আজ নেই। চলে গেছেন না ফেরার দেশে। সত্যি বিশ্বাস হতে চাই না। শুধু এই মানুষটাকে ভালো বেসে প্রতি দিনই নানা সংকটের মাঝেও অনেক রিপোর্টার পত্রিকাটি ছেড়ে যায়নি। কাজ পাগল এই মানুষটার খবর উপস্থাপনের ছিল চমৎকার ভঙ্গি। শেখার ছিল অনেক কিছু। তবে নিজেকে ভাগ্যবানও ভাবি এমন একজন মানুষের কাছ থেকে কিছু শিখতে পেরেছি।
লেখক : স্টাফ রিপোর্টার, দৈনিক দেশ রূপান্তর
emonju35@gmail.com