www.muktobak.com

'সহমত ভাই'এর সময়ে ভিন্নমত ভাইয়ের বিদায়


 প্রভাষ আমিন    ১৯ জানুয়ারি ২০১৯, শনিবার, ১২:৪৫    স্মরণীয়


এখন হলো 'সহমত ভাই'এর যুগ। সবাই সবকিছুতে একমত হয়ে যান। ভিন্নমত জানানো মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে। এই আকালে আরো একজন ভিন্নমতের মানুষের বিদায় হলো।  সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবির মঙ্গলবার দিবাগত রাত একটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলনের দীর্ঘদিনের নেতা কবির ভাই ছিলেন আপাদমস্তক ভদ্রলোক। যদিও তার বাসসের সহকর্মীরা ভিন্ন কথা বলছেন, ভিন্নমতের মানুষদের নিষ্ঠুর কায়দায় দমনের অভিযোগ করেছেন; তবুও আমার কাছে তাকে সজ্জন মানুষই মনে হয়েছে।

ভিন্নমতের হলেও গলার জোরে নয়, যুক্তির জোরে নিজের মতকে প্রতিষ্ঠিত করতে চাইতেন। মৃদুভাষী হলেও আমানউল্লাহ কবির নিজের অবস্থানে অনড় থাকতেন। কোনো সুযোগ-সুবিধার আশায় আপস করেননি। এখনকার সাংবাদিকদের চাকচিক্যের বিপরীতে তিনি ছিলেন উজ্জ্বল ব্যতিক্রমী এক সৎ মানুষ।

তিনি একটি পুরোনো নকিয়া বেসিক ফোন ব্যবহার করতেন। শেষ দিকে তিনি সেটি বদলে একটি স্মার্টফোন কেনার কথা বলতেন, বাজেট জানতে চাইতেন। আমি জানিয়েছিলাম, ১০ হাজার থেকে একলাখ পর্যন্ত। লাখ শুনে তিনি আঁতকে উঠতেন। তার এই আঁতকে ওঠা দেখে আমি অবাক হতাম।

কবির ভাইকে দেখলে লজ্জায় আমি আমার দামি ফোনটি লুকিয়ে ফেলতাম। শেষ দেখা পর্যন্ত তার হাতে নকিয়ার বেসিক ফোনটিই দেখেছি। তার বোধহয় আর স্মার্ট হওয়া হয়নি। সুস্থ থাকলে টক শো'র আমন্ত্রণে না করেননি কখনো। গাড়ি পাঠাতে পাঠাতে তার দারুস সালামের বাসার ঠিকানা আমার প্রায় মুখস্ত। আহা, কবির ভাই আপনাকে আর কখনো ডাকতে পারবো না, ভাবতেই অদ্ভুত একটা কষ্ট বাজছে বুকে। ওপাড়ে ভালো থাকবেন কবির ভাই।

লেখক : হেড অব নিউজ,  এটিএন নিউজ




 আরও খবর