www.muktobak.com

দীপ্ত টিভিতে নিয়োগ


 মুক্তবাক রিপোর্ট    ২৫ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ১২:৪৩    কর্মের সন্ধান


 

দীপ্ত টেলিভিশনে সাউন্ড এবং ভিডিও এডিটর নিয়োগে সার্কুলার দেয়া হয়েছে।


পদসংখ্যা: উল্লেখ করা হয়নি।


শিক্ষাগত যোগ্যতা: ভিডিও এডিটরের জন্য যেকোনো বিভাগ থেকে স্নাতক। সাউন্ড এডিটর পদের জন্য এইচএসসি/এসএসসি।


অভিজ্ঞতা: ভিডিও এডিটর পদে তিন বছরের এবং সাউন্ড এডিটর পদে ২বছরের সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা লাগবে।


বেতন: উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে আকর্ষনীয় বেতনভাতা।


সাম্প্রতিক ছবিসহ জানুয়ারির মধ্যে সিভি পাঠাতে হবে- jobs@deepto.tv
 আরও খবর