একাত্তর টেলিভিশনের নিউ মিডিয়া বিভাগে নিউজরুম এডিটর এবং সিনিয়র নিউজরুম এডিটর পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম গ্রাজুয়েট। বেতনভাতা একাত্তরের বেতন কাঠামো অনুসারে।
আগ্রহী প্রার্থীদের সাংবাদিকতার বেসিক ধারণা থাকতে হবে। অনলাইনের জন্য ক্রিয়েটিভ কনটেন্ট ডেভেলপমেন্ট এবং লেখালেখি ও অনুবাদের অভিজ্ঞতার পাশাপাশি গ্রাফিক্স ও ভিডিও এডিটিংয়ের ধারণা থাকতে হবে। নিউ মিডিয়া টেকনোলজি অর্থাৎ সিএমএস, এসইও, ডিজিটাল মার্কেটিং, আইডেন্টিটি এন্ড কপিরাইট ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে ধারণা থাকলে ভাল। সমকালীন রাজনীতি-অর্থনীতি-সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকতে হবে।
শুদ্ধ বানানে দ্রুত গতির বাংলা টাইপিং অবশ্যই জানতে হবে।
৩১ জানুয়ারি ২০১৯-এর মধ্যে সিভিসহ আবেদন মেইল করুন online.ekattor@gmail.com এই ঠিকানায়।
একাত্তর সুযোগের সমতায় বিশ্বাসী। তবে সমযোগ্য প্রার্থীদের মধ্যে নারী, আদিবাসী সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে।