বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক, উপস্থাপক ও লেখক আমীন আল রশিদের লেখা ১২তম বই "বাংলাদেশের গণমাধ্যম : জনআস্থার দোলাচল"। এতে রয়েছে দেশের গণমাধ্যমের নানা দিক নিয়ে একজন সাংবাদিকের পর্যালোচনা ও আত্মসমালোচনা। গণমাধ্যমের যেসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, তার কিছুটা জবাব দেয়ার চেষ্টা। স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাগুলোর নির্মোহ বিশ্লেষণ। বইটি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের যেমন কাজে আসবে, তেমনি নবীন সাংবাদিক ও সাংবাদিকতা পেশায় আগ্রহীদের জন্যেও দারুণ সহায়ক হবে।
প্রকাশক : ঐতিহ্য।
বইমেলার প্যাভিলিয়ন নম্বর : ৬
বইয়ের সূচি এরকম:
১. আগস্ট ট্র্যাজেডি এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম
২. সংবাদ সম্মেলন নিজেই যখন সংবাদ
৩. প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
৪. গোপন বৈঠক, গোপন সংবাদের ভিত্তি ও জিহাদী বই
৫. টেলিভিশনের ভাষা ৬. টকশোর ‘রাজনীতি’
৭. কামারুজ্জামানের ফাঁসি ও গণমাধ্যমের ব্রেকিংযুদ্ধ
৮. সাকিবের ‘বেঁচে যাওয়া’ এবং সংবাদ বিক্রির প্রতিযোগিতা
৯. মানুষ কোনটা বিশ্বাস করবে?
১০. আপনি সুলতান সুলেমান বানান না কেন?
১১. প্রকাশ্যে চুম্বন ও অন্যান্য তর্ক
১২. ফেসবুকিং আর সাংবাদিকতা এক নয়
১৩. গুজব ও গণমাধ্যমের শাঁখের করাত
১৪. সাংবাদিক কার প্রতিপক্ষ?
১৫. সাংবাদিকের পেশাগত অনিশ্চয়তা ও ‘বস্তুনিষ্ঠ’ সংবাদ বিতর্ক
১৬. স্থানীয় সংবাদপত্র: সংকটের দোলাচল
১৭. কমিউনিটি রেডিওতে কমিউনিটি কোথায়
১৮. আলু-পটলের বাম্পার ফলন মানেই উন্নয়ন সাংবাদিকতা নয়