দ্বিতীয় বছরে পা দিলো নাগরিক টেলিভিশন। ‘টেলিভিশন নয়, সম্পর্ক’ স্লোগানে ২০১৮ সালের ১ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল নাগরিক। এরপর শুধুই এগিয়ে চলা।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নিকুঞ্জে নাগরিক টেলিভিশন ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরিক ভবন সাজানো হয় বর্ণিল রঙের ছটায়। রাত ১১টা ১৫ মিনিটে ব্যান্ডদল দলছুটের সরাসরি গান পরিবেশনার মধ্য দিয়ে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। এরপর রাত ১১টা ৫৯ মিনিটে বিশেষ অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটে নাগরিক টিভি কর্তৃপক্ষ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্নের টেলিভিশন নাগরিক। তার মৃত্যুর পর স্ত্রী রুবানা হকের হাত ধরে পথচলা শুরু হয় নাগরিকের। মোহাম্মদী গ্রুপের পাশাপাশি নাগরিক টেলিভিশনেরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ডা. আবদুন নূর তুষার।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাগরিক টেলিভিশনের দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছে কর্তৃপক্ষ।