তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে সন্ধান করবেন তুরস্কের তদন্ত কর্মকর্তারা। সোমবার স্থানীয় সময় বিকেলে এই সন্ধান করার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
তুরস্ক কর্তৃপক্ষ বলছে, গত সপ্তাহে খাসোগি নিখোঁজ হওয়ার আগে সর্বশেষ তাঁকে সৌদি কনস্যুলেট ভবনে ঢুকতে দেখা যায়। তিনি সেখানে ঢোকার পর থেকে নিখোঁজ রয়েছেন। তুরস্ক অভিযোগ করছে, সাংবাদিক খাসোগিকে সৌদি কর্মকর্তারা হত্যা করেছেন।