বনানীর এফ আর টাওয়ারের আগুন লাগার ঘটনায় রেডিও টুডে (এফএম ৮৯.৬) এবং শিশুদের টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভির সম্প্রচার সাময়িক বন্ধ রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ থাকবে বলে দুটি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
এফ আর টাওয়ারের পাশের ভবন আহমেদ টাওয়ারে রয়েছে দুরন্ত টিভির কার্যালয়।
দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার দেশ রূপান্তরকে বলেন, ‘দুরন্ত টিভিতে কর্মরত সবাই নিরাপদে আছেন। আমরা ভবনের নিচেই অপেক্ষা করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছু বলতে বলতে পারছি না। আপাতত দুরন্ত টিভির সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।’
অন্যদিকে এফ আর টাওয়ারের পাশেই আওয়াল টাওয়ারে রয়েছে রেডিও টুডে’র কার্যালয়। রেডিও টুডের হেড অব নিউজ ইমামুল হক শামীম জানিয়েছেন, রেডিও স্টেশনটির অনুষ্ঠান সম্প্রচার সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও সম্প্রচার শুরু হবে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এফ আর টাওয়ারে আগুন লাগে।