www.muktobak.com

নাজেসাসের বৈশাখী আড্ডা


 মুক্তবাক রিপোর্ট    ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ২:০৮    খবর


ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির (নাজেসাস) আয়োজনে বৈশাখী আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় মিলিত হন ঢাকায় কর্মরত নাটোর জেলার সাংবাদিকরা।

নাজেসাসের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইমদাদুল  হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার জেষ্ঠ্য সহসম্পাদক খায়রুজ্জামান কামাল, যুব মহিলা লীগের সহসভাপতি ও কল্লোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কোহেলী কুদ্দুস মুক্তি, দৈনিক দেশ রূপান্তরের সহসম্পাদক রাশিদুল ইসলাম, আরটিভির আতিকা রহমান, বাংলাদেশ প্রতিদিনের এনায়েত করিম, মানবজমিনের ইমরান আলী, আমাদের সময়ের সুসান্ত উৎসব, নিউজ টোয়েন্টিফোরের মাহী মাহফুজ, সময় টিভির তানভীর আহমেদ, চ্যানেল টোয়েন্টিফোরের নাজমুস সাকিব, বাংলাদেশ বেতারের শামীমা ইয়াসমীন, সাপ্তাহিক চলনবিল প্রবাহের সম্পাদক মাহমুদুল হক খোকন, শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আকতারুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের (ইউজিসি) পিআরও ফরিদুজ্জামান, নয়াদিগন্তের শামসুল ইসলাম, মাইটিভির আব্দুলাহিল বাকী প্রমুখ।
 আরও খবর