www.muktobak.com

হৃদয়ের মণিকোঠায় থাকবেন


 ফাতিমা তাহসিন    ২৮ এপ্রিল ২০১৯, রবিবার, ২:৫০    স্মরণীয়


এইবারের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাছরাঙা টেলিভিশন থেকে আমাকে ডেকেছিলো স্টুডেন্ট গেস্ট হিসেবে। অনেক রাত হয়ে যাবে বলে প্রথমে যেতে চাইনি।
যখন শুনলাম ওই টকশোতে মাহফুজ উল্লাহ স্যারও আসবেন গেস্ট হিসেবে তখন আর না যেয়ে পারিনি!

ওই টকশোটা আমার ভালো হয়নি। খুব মন খারাপ করেছিলাম।
আমার বোন -দুলাভাই বললেন, " মাহফুজ উল্লাহ স্যারের মতো মানুষের সামনে গিয়ে তুমি যে কথা বলার সাহস করেছো সেইটাই বা কজনে পারে?"
টকশো শেষে স্যার আমাকে বোঝালেন ব্যক্তিগতভাবে ।এরপর আরও একদিন কথা বলার সুযোগ হয়েছে। ততদিনে বুঝতে পেরেছিলাম স্যারের জ্ঞানের , অভিজ্ঞতার লেভেল কতটুকু! 

বাংলাদেশের মিডিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র , খ্যাতিমান সাংবাদিক , লেখক ও রাজনীতিবিদ , পরিবেশবিদ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই মাহফুজ উল্লাহ স্যার দীর্ঘদিন হৃদরোগ,কিডনি ও উচ্চরক্তচাপ জনিত সমস্যার সঙ্গে লড়াই করে ব্যাংককে ইন্তেকাল করেন।

শ্রদ্ধাশীল এই ব্যক্তির মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি।

রাজনৈতিকভাবে অন্য আদর্শে বিশ্বাসী হওয়ায় শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তাঁর মরদেহ শহীদমিনারে জায়গা পাবে না হয়তো কিন্তু বহু মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকবেন নিশ্চয়ই!

লেখক : সহ. সাধারণ সম্পাদক, শামসুন নাহার হল সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়




 আরও খবর