www.muktobak.com

জাকারিয়া মুক্তা ভাইয়ের শেষ যাত্রা...


 তুষার আব্দুল্লাহ    ১১ জুন ২০১৯, মঙ্গলবার, ৮:৫১    স্মরণীয়


৮ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা। তার স্মরণে সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া লেখা এটি।

"আপনাকে নিয়ে যখন সংসদ ভবন পেরোচ্ছিলাম, ইচ্ছে করছিল সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায় উঠে যাই। এককাপ চা আর কেক খেয়ে শুরু হোক। হুম, আমাদের কতো সকাল শুরু হতো ঐ ক্যাফেটেরিয়াতে।

কোন কোন দিন মধ্যরাতে বের হয়েছি সংসদ ভবন থেকে। আপনি, আমি আরো কতো জন একটি রুমে। আপনি একদম রুটি বেলার মতোই নিজ হাতে তৈরি করতেন সাফকথা। আমরা আপনাকে ঘিরে জোট হয়ে থাকতাম। সবাই অপেক্ষায় আপনার, সময়ের প্রিয় সহকর্মীরা। আপনার চেয়ে আর কাউকে তারা বেশি ভালোবেসেছে বলে জানিনা। তাই চা- কেক খাওয়া হলোনা। কিন্তু খামার বাড়ি পেরোতে মনে হলো এখানে একটা কয়েন বক্স ছিল ।

কোন কোন দিন দুপুরে ফেরার সময় আপনি এখানে রয়ে যেতেন । টেলিফোনে কারো সঙ্গী হতেন। এক দুই দিন আমি দূর থেকে আপনার আলাপনের নকশা দেখতাম । যেমন দূর হতে দেখতাম কোন মানুষকেই আপনি না বলতে পারছেননা। তাই যেখানে আপনাকে কাজ করতে মানায়না, সেখানেও হাসিমুখে কাজ করেছেন, জীবনের লড়াই আপনাকে তাই ছাড়েনি মূহুর্তের জন্যও। কতোজন এলো , হাত ধরে মই বেয়ে উঠিয়ে আনলেন। আপনার ধাপ পেরোনোর লোভটাই হলোনা । অথচ আমরা কেমন লোভীই রয়ে গেলাম ।

আপনি যদি কোন এক স্কুল পড়ুয়া কিশোরকে না বলতেন- হবে, তুমি পারবে। তবে এই নষ্ট শহরের গলি পথে ঝরেই পড়তাম হয়তো। আপনাকে শহর থেকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিলাম , আমার কেন জানি মনে হচ্ছিল বাড়িতে ফিরছিনা যাচ্ছি গুলবাগে আপনাকে খুঁজে বের করতে। আপনি হারিয়ে গেলে কতোবার আপনাকে খুঁজে বের করেছি মনে পড়? অভিমান আমারও আছে । যান যেখানে খুশি চলে যান । আমি আপনাকে আর খুঁজবোই না ।"




 আরও খবর