www.muktobak.com

দেশের পত্রিকায় এরশাদের মৃত্যু সংবাদ


 কামাল আহমেদ    ১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৩:২৩    দেশ


এরশাদের ফৌজি শাসনে ব্যবসায়ীদের মধ্যে যে কয়েকজনের নাটকীয় উত্থান ঘটেছিল, তাঁদের মধ্যে একজন ‘দরবেশ‘ নামে অধিক পরিচিত। অন্যদের মধ্যে দুজন খ্যাতি ও সমৃদ্ধি লাভ করেছেন প্রাথমিকভাবে ভূমিদস্যূ হিসাবে এবং পরে ব্যবসার বহুমুখীকরণ হয়েছে।

অন্য আরও অনেকে থাকলেও এই তিনজন গণমাধ্যমের মালিকানার দিক থেকে বিশেষভাবে গুরুত্বর্পূণ। তাঁদের প্রকাশনাগুলো দেখে বোঝা গেল, তাঁরা মোটেও অকৃতজ্ঞ নন।

দরবেশের ইংরেজি পত্রিকায় এরশাদই প্রধান খবর। অন্য প্রকাশনাগুলোর মধ্যে কমপয়সার বহুলপ্রচারিত বাংলা পত্রিকাটি অবশ্য আরও একধাপ এগিয়ে। অবশ্য, তার জমজ দৈনিকে বিশ্বকাপই প্রধান শিরোনাম।

তাদের প্রতিদ্বন্দী দৈনিক যার প্রকাশক ও সম্পাদক - স্বামী ও স্ত্রী - উভয়েই জাতীয় পার্টির নেতা, বিশ্বকাপকে প্রধান শিরোনাম করলেও এরশাদের খবরটিকে আবেগময় করার যথাসাধ্য চেষ্টা করেছে। বিপরীতে, পটুয়া কামরুল হাসানের বিশ্ববেহায়া কার্টুনটিকে আজও কাজে লাগিয়েছে ডেইলি স্টার। গণমাধ্যমে রাজনীতি এবং কর্পোরেট প্রভাবের এসব প্রতিফলন নিশ্চয়ই পাঠকদের নজর এড়ায় না?

কামাল আহমেদ সাংবাদিক

সামাজিক যোগাযোগ মাধ্যম হতে নেয়া। - মুক্তবাক
 আরও খবর