সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব অফিস ভবনে উঠলেন মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের শীর্ষ সংগঠণ ‘মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি। বৃহস্পতিবার বিকেলে থেকে রাত পর্যন্ত নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মাদারীপুর পৌর মার্কেট সংলগ্ন নতুন শহর এলাকায় অফিস ভবন উদ্বোধন করা হয়।
লাল ফিতা কেটে জেলা সাংবাদিক কল্যাণ সমিতির অফিস ভবন উদ্বোধণ করেন মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি খান মো. শহীদ, নুরজাহান সেলিম নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম সরোয়ার ও মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আমল।
জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন তামিমের সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মাওলা আকন্দ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আর. মুতর্জা, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের উপাধ্যক্ষ ড. বশীর আহম্মেদ, শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ডনোভান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খান, সাংবাদিক ফাইজুল শরীফ, শাহাদাত হোসেন প্রমুখ।
পরে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সভায় জেলা আওয়ামীলীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, জাসদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতরা উপস্থিত ছিলেন। এসময় তারা জেলায় কর্মরত সাংবাদিকদের শীর্ষ সংগঠন হিসেবে জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাফর্ল্য কামনা করেন।