www.muktobak.com

হাওয়ায় ভেসে খবর আসে: যাচাইহীন অনলাইন সাংবাদিকতার চিত্র


 কদরুদ্দীন শিশির, বিডি ফ্যাক্ট চেক ডটকম    ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৬:৫৪    ক্রসচেক


জাগোনিউজ নামের অনলাইন নিউজ পোর্টালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার (২২ আগস্ট)। শিরোনাম,"মাইকেল জ্যাকসনের আইনজীবী মার্ক সাফারের ইসলাম গ্রহণ" ।  শিরোনাম দেখে স্বাভাবিকভাবেই পাঠক মনে করবেন, এটি 'ইমিডিয়েট' ঘটনা। মানে, খুবই সাম্প্রতিক ঘটেছে এই ঘটনা। চলুন দেখা যাক জাগোনিউজের প্রতিবেদনে কী বলা হয়েছে--

প্রতিবেদনের প্রথম দুটি প্যারা হলো--

"ধনকুবের মার্ক সাফার। পেশায় মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আইনজীবি। বিখ্যাত পপ সঙ্গীত তারকা প্রয়াত মাইকেল জ্যাকসনের আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেন। সৌদি আরব ভ্রমণে গিয়ে ইসলামের প্রতি অনুরক্ত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন।

আমেরিকার লস অ্যাঞ্জেলেসের অধিবাসী মার্ক সাফার। তিনি ২০০৯ সালে সৌদি আরবে এক সংক্ষিপ্ত সফরে আসেন। ১০ দিনের এ সংক্ষিপ্ত সফরে তার গাইড ছিলেন দাবি বিন নাসির। যিনি সৌদি গণমাধ্যম ‘সৌদি গেজেট’-এর কাছে মার্ক সাফারের ইসলাম গ্রহণের এ তথ্য নিশ্চিত করেন।"

এ পর্যন্ত পড়ে বুঝার উপায় নেই যে, "মার্ক সাফার" কি ২০০৯ সালেই ইসলাম গ্রহণ করেছিলেন, নাকি সম্প্রতি করেছেন? নাকি তিনি ২০০৯ সালে ইসলাম গ্রহণ করলেও গাইড ২০১৯-এ এসে 'সৌদি গেজেট'কে সাক্ষাৎকার দিয়ে বিষয়টি জানালেন।

রিপোর্টটি দীর্ঘ হওয়ায় এখানে পুরোটা তুলে দেয়ার সুযোগ নেই। তবে পুরোটা পড়ে যা বুঝা যায় যে, ১০ দিনের সৌদি সফরের মধ্যেই কথিত "মাইক সাফার" ইসলাম গ্রহণ করে আবার নিজ দেশ আমেরিকায় ফিরে যান। কিন্তু রিপোর্টের কোথাও নেই যে, সাফারের গাইড কবে সাক্ষাৎকার দিয়ে এসব তথ্য জানিয়েছেন 'সৌদি গেজেট'কে।

সংবাদটির উৎস কী, এবং ঘটনাটা সম্পর্কে আরও জানতে প্রথমে জাগোনিউজের শিরোনামটি দিয়ে গুগল সার্চ করি। তখন অন্য একটি প্রতিবেদনের শিরোনাম আসে।

দৈনিক কালের কণ্ঠের অনলাইনে সেটি প্রকাশিত হয়েছে আরও দুই দিন আগে (২০ আগস্ট, ২০১৯)। যেভাবে মুসলিম হন মাইকেল জ্যাকসনের আইনজীবী 

কালের কণ্ঠের শিরোনামটি ফিচারাইজড। অর্থাৎ, জাগোনিউজের মতো শিরোনামের মধ্যে 'ইমিডিয়েসি' নেই। কালের কণ্ঠের শিরোনাম দেখেই বুঝা যায় যে, এটি সাম্প্রতিক ঘটনা হওয়ার সম্ভাবনা কম। বরং আগের কোনো জানা ঘটনার বিবরণ দেয়া হচ্ছে।

কালের কণ্ঠের ফিচার রিপোর্টের শুরুতে একটি 'টীকা' দেয়া হয়েছে লাল বর্ণে। নিচে এটি হুবহু তুলে ধরা হলো--

"মার্ক সাফার একজন আমেরিকান আইনজীবী ও ধনকুবের। লস আঞ্জেলেসের অধিবাসী এই আইনজীবী বিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের পক্ষে আইনি লড়াই করে আলোচনায় আসেন। মাইকেল জ্যাকসনের মৃত্যুর এক সপ্তাহ আগেও মার্ক সাফার আদালতে তাঁর পক্ষে ওকালতি করেন। ২০০৯ সালে মার্ক সৌদি আরব ছুটি কাটাতে আসেন। ১০ দিনের সংক্ষিপ্ত সফরে ইসলামের প্রতি অনুরক্ত হয়ে পড়েন এবং ইসলাম গ্রহণ করেন। মার্ক সাফারের ভ্রমণ-নির্দেশক ‘দাবি বিন নাসির’ সৌদি আরবের সংবাদমাধ্যম ‘সৌদি গেজেটে’র কাছে তাঁর ইসলাম গ্রহণের বর্ণনা দেন।"

খেয়াল করলে বুঝতে পারবেন, জাগোনিউজে প্রকাশিত ২ দিন পরের রিপোর্টের প্রথম দুই প্যারা আর কালের কণ্ঠের 'টীকা' প্রায় একই। কোনো বাক্য বা শব্দ আগপিছ করা, বা ইংরেজি শব্দকে বাংলা করে দেয়া, বা কোনো বাক্য একটু নতুন করে সাজানো। কিন্তু সার্বিক বক্তব্য একই।

দুটি রিপোর্ট মিলিয়ে পড়ে দেখা গেছে, দুটির পুরো লেখাই এরকম সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ, জাগোনিউজ কালের কণ্ঠ থেকে কপি করেছে। এখানে কপি করার বিষয়টি প্রামাণ্যভাবে তুলে ধরছি না সংক্ষেপ করার স্বার্থে। প্রয়োজনে পরে এটা বিস্তারিত দেখানো যেতে পারে।

কালের কণ্ঠের ফিচার পড়েও এটা বুঝা যায়, ১০ দিনের সৌদি সফরের মধ্যেই কথিত "মাইক সাফার" ইসলাম গ্রহণ করে আবার নিজ দেশ আমেরিকায় ফিরে যান। কিন্তু এই রিপোর্টেরও কোথাও এই কথার উল্লেখ নেই যে, সাফারের গাইড কবে সাক্ষাৎকার দিয়ে এসব তথ্য জানিয়েছেন 'সৌদি গেজেট'কে।

এখানে উল্লেখ্য, কালের কণ্ঠ তাদের রিপোর্টের শেষে অনুবাদকের নাম দিয়েছে। রিপোর্টের শুরুতে গুরুত্বসহকারে 'টীকা' দেয়া এবং শেষে "ভাষান্তর: আতাউর রহমান খসরু" লেখা থেকে বুঝা যায়, এটি কালের কণ্ঠের নিজস্ব স্টাফ দিয়ে করানো অনুবাদ।

এবার বের করার পালা সৌদি গেজেটর রিপোর্টটি, যেখানে সাফারের গাইড পত্রিকাটিকে সাক্ষাৎকার দিয়েছেন।

গুগল সার্চ করে পাওয়া গেলো সৌদি গেজেটের রিপোর্টের সন্ধান। শিরোনাম, " Journey to Islam".  

২২ মার্চ ২০১৮ সালে প্রকাশিত এই রিপোর্টের শুরুর দুটি প্যারা হল--

"Mark Shaffer, an American attorney and millionaire has declared his Islam in Saudi Arabia on Saturday, 17th October 2009. Mark was at that time on a holiday in Saudi Arabia to visit some famous cities like Riyadh, Abha, and Jeddah for 10 days.

Mark is a well-known millionaire and also a practiced lawyer in Los Angeles, specializing in cases of civil laws. The last big case he handled was the case of the famous American pop singer, Michael Jackson, a week before he passed away."

এখানে প্রথম বাক্যেই মাইক সাফারের ইসলাম গ্রহণের সময়কাল ১৭ অক্টোবর ২০০৯ বলা হলেও কালের কণ্ঠ তাদের রিপোর্টের কোথাও সরাসরি এই তথ্য জানায়নি। পুরো রিপোর্ট পড়ে শেষের দিকে গিয়ে অনুমান করা যায় এটি ২০০৯ সালে ঘটেছিল। আর জাগোনিউজ তো এমনভাবে শিরোনাম করেছে যেন, এটি সদ্য কোনো ঘটনা।

সৌদি গেজেট তাদের এই রিপোর্টের একদম শেষে লিখেছে "— Courtesy of Discovering Islam". 

অর্থাৎ, এটি সৌদি গেজেটের নিজস্ব কোনো রিপোর্ট নয়। কালের কণ্ঠ এবং জাগোনিউজ তাদের রিপোর্টে যে তথ্য দিয়েছে যে, মাইক সাফারের ভ্রমণ গাইড "সৌদি গেজেটে’র কাছে তাঁর (সাফারের) ইসলাম গ্রহণের বর্ণনা দেন"-- এই তথ্য মিথ্যা।

এবার দেখা দরকার Discovering Islam খবরটি কোথা থেকে পেয়েছে, নাকি তাদের নিজস্ব রিপোর্ট এটি?

"Mark Shaffer" শিরোনামে Discovering Islam তাদের ওয়েবসাইটে যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটিই হুবহু সৌদি গেজেট প্রকাশ করে। 

উপরে যেহেতু এই রিপোর্টের প্রথম দুটি প্যারা (সৌদি গেজেট থেকে) হুবহু তুলে দেয়া হয়েছে, তাই এখন শেষের ৩টি প্যারা Discovering Islam থেকে হুবহু তুলে দেয়া হচ্ছে।

"Regarding his next step after his conversion to Islam, Mark explained: I will learn more about Islam, I will delve deeper into this religion of Allah (Islam) and come back to Saudi Arabia to perform the Hajj.

As to what impelled him into converting to Islam, Mark explained: I have already had information about Islam, but it was very limited. When I visited Saudi Arabia and personally witnessed the Muslims there, and saw how they performed the solat, I felt a very strong drive to know more about Islam. When I read true information about Islam, I became confident that Islam is a religion of haq (truth).

Sunday morning, 18th October 2009, Mark left the Airport of King Abdul Aziz Jeddah heading for America. When filling in the immigration form before leaving Jeddah, Mark wrote ISLAM as his religion."

Discovering Islam এর রিপোর্টে কিন্তু উল্লেখ নেই তারা কোথা থেকে পেয়েছে। একারণে আপাতত ধরে নেয়া যেতে পারে এটি তাদের 'মৌলিক' কন্টেন্ট।

এবার একটু যাচাই করার পালা, Discovering Islam আসলে কেমন ওয়েবসাইট, কতটা নির্ভর করা যায় তাদের ওপর। তাদের সম্পর্কে জানতে প্রথম সাহায্য নেয়া যাক তাদের ওয়েবসাইটেরই। নিজেদের সম্পর্কে বিশেষ কিছু নেই সাইটটিতে। যেমনটা নির্ভরযোগ্য বিভিন্ন সাইটে থাকে About Us সেকশন, তেমনটা এটিতে নেই। 

'Contact us' নামে একটি ট্যাব আছে, সেটিতে গিয়ে দেখা গেল তাদেরকে 'ইমেইল পাঠানোর নীতিমালা' লিখে দেয়া আছে। তাতে বেশ লম্বা বর্ণনা দিয়ে বলা হয়েছে, তারা ইমেইলে কোনো প্রশ্ন করাকে নিরুৎসাহিত করেন। প্রশ্ন করা হলে উত্তর দেন না। এর একটি কারণ হিসেবে বলা হয়েছে, "(d) Most people who ask lots of questions tend to be Christian Missionaries who not interested in Islam. They just want to engage in back and forth discussions and debates. We are not interested in engaging in such futile debates, especially by email."

কী ধরনের ইমেইল পাঠকদের কাছ থেকে আশা করেন তার বর্ণনাও আছে। লেখা আছে, "However, we appreciate positive comments and we certainly would like to hear the stories of people who convert (or revert) to Islam. For such individuals, we will reply (God Willing) and ask your permission to publish your story on our site."

অর্থাৎ, ওয়েবসাইটটি যারা পরিচালনা করেন তারা শুধু 'ইসলাম সম্পর্কে ইতিবাচক বক্তব্য আর কে কোথাও মুসলমান হলো' এসব খবর শুনতে চান। এ থেকে তাদের একপেশে মনোভাব স্পষ্ট। এ ধরনের ব্যক্তিদেরকে কোনো তথ্যে একমাত্র উৎস হিসেবে গ্রহণ করা ঝুঁকিপূর্ণ। প্রাপ্ত তথ্য নিজেদের পছন্দ মতো হলে সেটি যাচাই বাছাই না করেই প্রকাশের প্রবণতা এদের মধ্যে থাকা খুবই স্বাভাবিক।

ফলে আবারও গুগলের সহায়তা নেয়া প্রয়োজন। অন্য কোনো সূত্রে Discovering Islam এর প্রকাশের তারিখের আগে এটি প্রকাশিত হয়েছিল কিনা?

Discovering Islam এ এই নিবন্ধটি প্রকাশের কোনো তারিখ দেয়া নেই। তবে গুগলের এডভান্স সার্চ প্রযুক্তির সহায়তায় বের করা সম্ভব হয়েছে, "Mark Shaffer" শিরোনামের নিবন্ধটি Discovering Islam ২০০৯ সালের ১৩ নভেম্বর প্রকাশ করে। 

কিন্তু ইন্দোনেশিয়ান একটি ওয়েবসাইটে তারও কয়েক দিন আগে (৫ নভেম্বর ২০০৯) এই একই প্রতিবেদন প্রকাশিত হয়। eramuslim.com নামে ওয়েবসাইটটিতে ইন্দোনেশিয়ান ভাষা প্রকাশিত শিরোনাম হলো, "Milyuner AS Yang Juga Pengacara Michael Jackson Masuk Islam"

গুগলে এর ইংরেজি অনুবাদ দাঁড়ায়, "US Millionaire Also Lawyer Michael Jackson converted to Islam"। অনুবাদে ভুলভাবে Lawyer Michael Jackson এলেও গুগলেরই অনুবাদে ভেতরে বলা হয়েছে, "Lawyer of Michael Jackson".

https://www.eramuslim.com/dakwah-mancanegara/pengacara-miliyuner-amerika-mark-shaffer-masuk-islam-di-saudi-arabia.htm

Discovering Islam এর নিবন্ধের সাথে eramuslim.com এর নিবন্ধের বেশ মিলে রয়েছে। তবে eramuslim.com এর নিবন্ধটি আরও বিস্তারিত। এবং এতে "মার্ক সাফার" এর বক্তব্যের সূত্র হিসেবে এক জায়গায় সৌদি ভিত্তিক Al-Riyadh newspaper এর কথা বলা হয়েছে। নিচে eramuslim.com এর নিবন্ধের প্রথম ২ প্যারা এবং শেষের তিন প্যারা (ইন্দোনেশিয়ান ভাষা থেকে গুগল অনুবাদে ইংরেজি) তুলে দেয়া হল--

"An American billionaire, Mark Shaffer declared his Islam in Saudi Arabia on Saturday, October 17, 2009 ago. At that time Mark was traveling to Saudi Arabia to visit several famous cities such as Riyadh, Abha and Jeddah for 10 days.

Mark is a well-known millionaire and veteran lawyer in Los Angeles, United States, especially related to civil law. The last big case he handled was related to the famous American pop singer Michel Jackson a week before he died."

শেষের তিন প্যারা--

"Regarding Mark's visit to the Haram Mosque, Ustazd Muhammad Turkistani told: after Mark obtained a temporary Islamic certificate, we immediately went to the glorious Haram Mosque. When he watched the Haram Mosque, his face was very bright and radiated great excitement. When we entered the Haram Mosque and witnessed the Kaaba first hand, his excitement was increasing. By God, I cannot verbally express this view. After buying tawaf around the glorious Kaaba, we prayed sunnah and then left the Haram Mosque. I see Mark is very difficult to part with the Haram Mosque.

After Mark announced his Islam, he briefly expressed his happiness in the Al-Riyadh newspaper, saying: I cannot express my feelings at this time. However, now I am just born again and my life has just begun ... Then he added: I am very happy. The happiness that I feel cannot express to you when I visited the Haram Mosque and the glorious Kaaba.

Regarding the question of the way forward after he converted to Islam, Mark explained: I will learn more about Islam, will explore this religion of Allah (Islam) and will return again to Saudi Arabia to perform the Hajj."

আল রিয়াদ পত্রিকাটি আরবী ভাষার। ফলে সেটি থেকে খুঁজে মূল রির্পোটি বের করা সম্ভব হয়নি। ফলে mark shaffer রহস্যের গোড়ায় পৌঁছা সম্ভব হচ্ছে না।

এবার একটু ভিন্নভাবে খুঁজে দেখার চেষ্টা করা যাক। ইন্দোনেশিয়ান ওয়েবসাইট এবং Discovering Islam এ ইসলাম গ্রহণকারীর যে পরিচয় দেয়া হয়েছে তা হলো--

--mark shaffer
--মাইকেল জ্যাকসনের আইনজীবী, জ্যাকসনের মৃত্যুর আগের সপ্তাহ পর্যন্ত তার পক্ষে আইনি লড়াই করেছেন।
--তিনি একজন নামকরা আমেরিকান আইনজীবী, যিনি লস এঞ্জেলেসে থাকতেন বা থাকেন।
-- তিনি একজন মিলিয়নেয়ার।

গুগলে "Lawyer mark shaffer", "attorney mark shaffer", "michael jackson attorney mark shaffer", "Millionaire mark shaffer",
"mark shaffer michael jackson" ইত্যাদি নানান কীওয়ার্ড দিয়ে সার্চ করে কথিত "মার্ক সাফার" বা "মার্ক শেফার" এর সন্ধান পাওয়া যায়নি।

mark shaffer নামে একজন খ্যাতিমান ঘোড়দৌড়বিদ mark shaffer এর সন্ধান পাওয়া যায়। কিন্তু মার্কিন আইনজীবী mark shaffer, বা লস এঞ্জেলেসে থাকা মার্কিন আইনজীবী mark shaffer, বা মাইকেল জ্যাকসনের আইনজীবী mark shaffer এরকম কারো সন্ধান দিতে পারেনি গুগল।

"mark shaffer michael jackson" লিখে সার্চ দিলে কাছাকাছি নাম হওয়ায় Marc Schaffel নামে একজনের সন্ধান আসে। তিনি অবশ্য জ্যাকসনের আইনজীবী নন। বরং জ্যাকসনের এক ব্যবসায়িক অংশীদার যিনি মৃত্যুর আগে জ্যাকসনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করেছিলেন। এ সংক্রান্ত আরো জানতে পারেন এই লিংকে: http://www.metnews.com/articles/2009/jack022409.htm


উপরে উল্লিখিত পত্রিকাগুলোতে mark shaffer বলে যে ব্যক্তির ছবি যুক্ত করা হয়েছে সেই ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে উপরিউক্ত ওয়েবসাইটগুলোর বাইরে কয়েকটি ব্লগে এবং ইসলাম বিষয় ওয়েবসাইটেই শুধু ছবিটি পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে পুরোনো ছবিটি আছে asahannews.wordpress.com নামক এক ব্লগে Nov 15, 2009 তারিখে।

ইসলাম গ্রহণের আলোচ্য গল্পটির বাইরে অন্য কোথাও "আমেরিকান মিলিয়নেয়ার, জ্যাকসনের আইনজীবী" ইত্যাদি পরিচয় এই ব্যক্তির ছবি পাওয়া যায় না।

সারকথা:

অনলাইনে দীর্ঘ ঘাটাঘাটির পর এই খবরটির মূল সূত্র চূড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি ভাষাগত সীমাবদ্ধতার কারণে। ফলে, এটিকে এককথায় 'ভুয়া' বা 'সঠিক' বলে রায় দেয়ার সুযোগ নেই। কিন্তু অনুসন্ধান থেকে কালের কণ্ঠের এবং জাগোনিউজের প্রকাশ করা আলোচ্য খবরের বেশি কিছু অসঙ্গতি স্পষ্ট হয়েছে--

প্রথমত, ঘটনাটি সাম্প্রতিক নয়, যেমনটি জাগোনিউজের শিরোনাম দেখে মনে হতে পারে। এটি ১০ বছর আগের ঘটনা। নতুন করে এটি সংবাদ আকারে প্রচারিত হওয়ার যোগ্য নয়।

দ্বিতীয়ত, কালের কণ্ঠ ফিচার আকারে প্রকাশ করলেও ভুল সূত্রের বরাত দিয়ে 'গুরুত্ব বৃদ্ধি'র চেষ্টা করেছে; যা পাঠককে বিভ্রান্ত করবে।

তৃতীয়ত, আমেরিকা থেকে কেউ একজন ২০০৯ সালে সৌদি সফরে গিয়েছিলেন কিনা, বা গেলেও ইসলাম গ্রহণ করেছিলেন কিনা, বা গ্রহণ করলেও তিনি 'মার্ক সাফার' নামের কেউ কিনা- তা নির্ভর করার মতো কোনো সংবাদমাধ্যম বা সূত্র থেকে প্রাপ্ত তথ্য নয়। ফলে এটি সংবাদমাধ্যমে প্রকাশের যোগ্য নয়।

চতুর্থত, 'মার্ক সাফার' নামে কেউ ২০০৯ সালে সৌদিতে গিয়ে ইসলাম গ্রহণ করলেও তিনি 'মাইকেল জ্যাকসনের আইনজীবী' নন। তিনি আমেরিকান মিলিয়নেয়ারও নন।

খবরটির মূল সূত্রের সন্ধান না করে তা প্রকাশ করা 'হাওয়া থেকে পাওয়া তথ্য দিয়ে সাংবাদিকতা'র নামান্তর।

হাওয়ায় ভেসে খবর আসে: যাচাইহীন অনলাইন সাংবাদিকতার চিত্র নিবন্ধটি দেশের প্রথম ফ্যাক্ট অনুসন্ধানকারী প্রতিষ্ঠান  বিডি ফ্যাক্ট চেক  হতে নেয়া হয়েছে। - মুক্তবাক

 




 আরও খবর