জাতিসংঘ কর্তৃক বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী মনোনীত হওয়ায় দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন।” এরকম একটি বার্তা ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়েছে।
আবার কোনো কোনো ব্যক্তির আইডি বা পেইজে প্রকাশিত পোস্টের বার্তায় বলা হচ্ছে, ‘২য় সেরা প্রধানমন্ত্রী মনোনীত হওয়া’র বিষয়টি দ্য স্ট্যাটিস্টিকস নামক একটি গবেষণা সংস্থার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
যেমন ‘এম আলতাফ মাহমুদ’ নামের একটি আইডির একটি পোস্টে লেখা হয়েছে, “বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়াই অভিনন্দন এবং মুজিবীয় শুভেচ্ছাঃ-.................................আন্তজার্তিক খ্যাতি সন্পন্ন গবেষনা সংস্হা দ্য স্ট্যাটিস্টিক বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত করায় সীতাকুণ্ডের মাননীয় সংসদ আলহাজ্ব দিদারুল আলমের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন।”
প্রথমত, জাতিসংঘের ওয়েবসাইট ঘেটে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী মনোনীত’ করার কোনো খবর পায়নি বিডি ফ্যাক্টচেক। আপনারাও ভিজিট করে দেখতে পারেন জাতিসংঘের ওয়েবসাইট। ঠিকানা হল: https://www.un.org/en/
জাতিসংঘ কোনো বিষয়ে ঘোষণা বা বিবৃতি দিলে তা পাওয়া যাবে তাদের ওয়েবসাইটের এই লিংকে: https://www.un.org/en/sections/news-and-media/ (এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ২য় সেরা প্রধানমন্ত্রী ঘোষণা বিষয়ক কোনো তথ্য নেই।)
এছাড়া জাতিসংঘ কাউকে এমন স্বীকৃতি দিলে তা বিশ্বের নামকরা সংবাদমাধ্যমগুলোতে খবর আকারে প্রকাশিত হয়ে থাকে। তেমন কোনো খবরও সার্চ করে পাওয়া যায়নি গুগলে। এমনকি, বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতেও এমন কোনো খবর নেই।
দ্বিতীয়ত, 'জাতিসংঘ কর্তৃক দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী মনোনীত' তথ্যের সাথে কিছু পোস্টে একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে, ভিডিওটি কোথায় ধারণ করা তার কোনো বর্ণনা ছাড়াই (দেখুন স্ক্রিনশট)।
অনেকে মনে করতে পারেন, এই ভিডিও জাতিসংঘের কোনো অনুষ্ঠানে তোলা। আসলে তা নয়। প্রকৃতপক্ষে এটি ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরের সময়কার ফুটেজ। বার্তা সংস্থা এপির আর্কাইভে ফুটেজটি দেখুন এই লিংকে: https://www.youtube.com/watch?v=7O3yNc0-BL4&fbclid=IwAR3rGEJaQkTDYiFdGZ1l98gZL1Obs8YPRSsAd2kDh8fvcfV-0sYCEmEkKHk
তৃতীয়ত, কিছু পোস্টে দ্য স্ট্যাটিস্টিকস নামক একটি গবেষণা সংস্থার কথা বলা হচ্ছে (স্ক্রিনশট দেখুন)। আবার কিছু পোস্টে খুবই অসংলগ্নভাবে একইসাথে জাতিসংঘ ও দ্য স্ট্যাটিস্টিকস-- এই দুটি সংস্থার বরাতেই ছড়ানো হচ্ছে খবরটি। যদিও এসব পোস্টে বলা হচ্ছে না যে, কথিত দ্য স্ট্যাটিস্টিকস কবে এই ঘোষণা দিয়েছে বা গবেষণাটি প্রকাশ করেছে।
প্রকৃতপক্ষে, দ্য স্ট্যাটিস্টিকস নামক একটি কল্পিত গবেষণা সংস্থার নাম ব্যবহার করে ২০১৮ সালে বাংলাদেশের সংবাদমাধ্যমে 'শেখ হাসিনা বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী মনোনীত/নির্বাচিত' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও জানিয়েছিলো।
তখন বিডি ফ্যাক্টচেকের পক্ষ থেকে খবরটির সত্যতা যাচাই করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, দ্য স্ট্যাটিস্টিকস নামক কোনো গবেষণা সংস্থা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বিশ্বের কোনো দেশের প্রধানমন্ত্রীদের নিয়ে তাদের করা কোনো গবেষণা প্রতিবেদনের অস্তিত্ব অনলাইনে মিলেনি; যা খুবই অস্বাভাবিক।
বিস্তারিত জানতে আমাদের ২০১৮ সালে প্রকাশ করা অনুসন্ধানী প্রতিবেদনটি পড়ুন এই লিংকে: https://www.bdfactcheck.com/factcheck/57
বিডি ফ্যাক্ট চেকের ফেসবুক পেইজ হতে লেখাটি নেয়া হয়েছে। - মুক্তবাক