আমার সাংবাদিক কর্মজীবনে বহু শীর্ষ নেতা ঘাতকের হাতে প্রাণ দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক জেনারেল জিয়াউর রহমান, বিভক্ত পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো...ভারতের মহাত্মা গান্ধী, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পুত্র প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক। এঁদের সকলের হত্যার খবর পরিবেশন করেছি। নিজেও শোকাপ্লুত হয়েছি। উপমহাদেশের বহু নেতা নেত্রীর নৈকট্য লাভের, তাঁদের সাক্ষাৎকার নেবার সুযোগ হয়েছে।' '
এক জীবন এক ইতিহাস' নামক স্মৃতিজাগানিয়া এই বইয়ের ভূমিকায় লেখক ও সাংবাদিক সিরাজুর রহমান এভাবেই প্রকাশ করেছেন নিজের অনুভূতিসমূহ। পুরো বই জুড়ে আছে তাঁর ৬০ বছরের সাংবাদিক জীবনের নানান স্মৃতি-বিস্মৃতির ইতিহাস। যার মধ্যে কেবল বিবিসির বাংলা বিভাগেই তিনি কাটিয়েছেন দীর্ঘ ৩৪ বছর। ১৯৯৪ সালে তিনি অবসর নেন বিবিসি থেকে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলে তিনি রেখেছেন অবিস্মরণীয় ভূমিকা। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের সকল মানুষ তাঁর মুখে বিবিসি থেকে খবর শোনার জন্য উম্মুখ হয়ে থাকত। আর তাঁর এই বর্ণিল এবং ঘটনাবহ কর্মমুখর সময়ের চমৎকার প্রতিফলন ঘটিয়েছেন 'এক জীবন এক ইতিহাস' বইটিতে।
বইঃ এক জীবন এক ইতিহাস
লেখকঃ সিরাজুর রহমান
প্রকাশনীঃ ঐতিহ্য
পৃষ্ঠাঃ ২৮০
মূল্যঃ মুদ্রিত মূল্য ৫৫০ টাকা