www.muktobak.com

নয় বছরে ডেইলি সান


 মুক্তবাক রিপোর্ট    ২৪ অক্টোবর ২০১৮, বুধবার, ৮:০৫    খবর


ডেইলি সান

প্রকাশের নবম বছরে পা দিলো ইংরেজি দৈনিক ডেইলি সান। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের আওতায় এই দৈনিকটি বাজারে আসে ২৪ অক্টোবর ২০১০ সালে। 

 দুদিনের বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দৈনিকটি। এ উপলক্ষে আজ ৬৮ পৃষ্টার বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়েছে। 

দৈনিকটির সম্পাদক হিসেবে আছেন এনামুল হক চৌধুরী। প্রকাশক মঈনুল হোসাইন চৌধুরী।            
 আরও খবর