রোদসী নারী প্রাধান্য পারিবারিক ম্যাগাজিন। নারী জীবনের পূর্ণতার অভিব্যক্তি এঁকে দেবার প্রত্যয় নিয়ে রোদসীর যাত্রা শুরু। আজো রোদসী সে পথেই অবিচল। নারীদের পাওয়া-না পাওয়া, আনন্দ-বেদনা, প্রাপ্তি এবং হতাশার কথা তুলে আনে রোদসী। সেই সাথে ফ্যাশন-বিউটি-লাইফস্টাইলের নানা অনুসঙ্গ রোদসীকে করেছে পাঠকপ্রিয়। আমাদের এ অগ্রযাত্রায় কয়েকজন সহযাত্রী খুঁজছি। সাংবাদিকতা করতে ইচ্ছুক, জেন্ডার ইস্যুতে ভালো ধারণা সেই সাথে যদি থাকে প্রযুক্তিগত জ্ঞান- তাহলে তোমাকেই আমরা খুঁজছি! বাংলাদেশের অন্যতম অ্যাডভাটাইজিং এজেন্সি প্রচিত আইএমসি লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান রোদসী।
পদসংখ্যা : ৩
দায়িত্ব:
# ম্যাগাজিনের প্রিন্টেট এবং অনলাইনের জন্য কনটেন্ট তৈরি।
# নতুন নতুন কনন্টের আইডিয়া এবং বাস্তবায়ন।
# রোদসীর সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলো দেখভাল করা এবং আপডেট রাখা।
# অফিসের প্রয়োজনীয় অন্যান্য যে কোনো কাজ।
জবের ধরণ : ফুল টাইম।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক। তবে গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইংরেজি এবং বাংলায় স্নাতকধারীগণ অগ্রাধিকার পাবে।
বেতন: ১৫,০০০ থেকে ১৮,০০০/- (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে)
সুযোগ সুবিধা :
# সাপ্তাহিক ২ দিন ছুটি
# বছরে দুটি বোনাস
# মোবাইল বিল
# খাবারে ভর্তুকি
আবেদনের শেষ তারিখ : ১৮ ডিসেম্বর ২০১৯
জীবনবৃত্তান্ত এক কপি ছবি এবং লেখালেখির প্রমাণপত্র স্বরূপ হার্ড কপি অথবা অনলাইন লিঙ্কসহ পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়।
ইমেইল Info@rodoshee.com অথবা admin@prochitoimc.com
কোম্পানি ঠিকানা:
৯১/১ (নিচতলা), ব্লক-এফ, রোড-৩, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা-১২১৩