www.muktobak.com

আগামী সপ্তাহে শুরু হবে অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন: তথ্যমন্ত্রী


 চ্যানেল 24    ২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৬:৫৩    খবর


আগামী সপ্তাহে শুরু হবে অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, টেলিভিশন চ্যানেলগুলোর অনলাইন পোর্টালের জন্যও নিবন্ধন করতে হবে।

তথ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত ৩ হজার ৫৯৭ টি অনলাইন গণমাধ্যম নিবন্ধনের জন্য আবেদন পাওয়া গেছে। নিবন্ধন প্রক্রিয়া শেষে অনবিন্ধত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া টেলিভিশনে বিদেশি সিনেমা ও সিরিয়াল ডাবিং করে প্রচারের ক্ষেত্রেও অনুমতি বাধ্যতামূলক করার কথা জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এরজন্য যাচাই-বাছাই কমিটি গঠন করা হবে। তিনি আরও জানান, বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে সেটিও ভ্যাটের আওতায় আসবে।

তথ্যমন্ত্রী বলেন, মোবাইল কোম্পা‌নিগু‌লো যে ভি‌ডিও কনটেন্ট তৈ‌রি ক‌রে সোশ্যাল মি‌ডিয়ায় বিজ্ঞাপন নি‌চ্ছে, যার লাই‌সেন্স তা‌দের দেয়া হয় নি, এর বিরু‌দ্ধে ব্যবস্থা নেয়া হ‌বে।
 আরও খবর