সোমবার বাজারে এসেছে অর্থ বাণিজ্যের ইংরেজি দৈনিক পত্রিকা দি বিজনেস স্ট্যান্ডার্ড।
গত বছর ২১ আগস্ট অনলাইন চালুর ৫ মাস পর ২০ জানুয়ারি ২০২০ তারিখ থেকে ছাপা পত্রিকা পড়তে পারছেন পাঠক।
মালিকানা
নতুন ইংরেজি দৈনিকটির মালিকানায় থাকছে হরাইজন মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স। মূলত এটি ওরিয়ন গ্রুপের উদ্যোগ।
টিম
একঝাঁক তরুণ অভিজ্ঞ সাংবাদিক রয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড টিমে। একনজরে দেখে নেয়া যাক কারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে।
সম্পাদক : ইনাম আহমেদ
এক্সিকিউটিভ এডিটর : শাহরিয়ার খান
ডেপুটি এক্সিকিউটিভ এডিটর: সাখাওয়াত লিটন
ম্যানেজিং এডিটর: খালেদ মাসুদ
ডেপুটি এডিটর: টিটু দত্ত
চিফ নিউজ এডিটর: মবিন এস খান
নিউজ এডিটর : হারুন-অর-রশিদ
এসাইনমেন্ট এডিটর : জুলফিকার আলী
ডেপুটি ওয়েব এডিটর : আবুল কালাম আজাদ
দাম
উদ্বোধনী সংখ্যা হবে ৩২ পৃষ্ঠার। ১৬ পৃষ্ঠার নিয়মিত আয়োজনের সাথে থাকছে আরও ১৬ পৃষ্ঠার বিশেষ আয়োজন। দাম রাখা হবে ১৫ টাকা।
ঠিকানা
মেইন অফিস : ৪/এ, ইস্কাটন গার্ডেন, ঢাকা -১০০০
ক্যাম্প অফিস : নবম তলা, রুপায়ন টাওয়ার, বাংলামোটর, ঢাকা