www.muktobak.com

SUJA গঠন


 মুক্তবাক রিপোর্ট    ২৬ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৪:০২    খবর


আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর সাংবাদিক সমিতি 'স্টেট ইউনিভার্সিটি অব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (SUJA)'র ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের স্কলারস-ইন মিলনায়তনে সমিতির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা অধ্যাপক রোবায়েত ফেরদৌস। চ্যানেল আই অনলাইনের ‘অনলাইন জার্নালিস্ট’ মুহাম্মাদ আসাদুল্লাহকে সভাপতি এবং উত্তরাধিকার ৭১-এর স্টাফ রিপোর্টার সুপ্রিয় সিকদারকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি- হাকিম মাহি (নতুনকিছু ডট কম), সাংগঠনিক সম্পাদক- আরমান ভূঁইয়া সজীব (যুগান্তর), যুগ্ম সম্পাদক ওয়াজি তাসনিম (ইত্তেফাক), প্রচার সম্পাদক- গোলাম ওয়াদুদ (আন্দোলন ৭১ ডট কম), অর্থ সম্পাদক- আবদুল্লাহ-আল মাসুম (উত্তরাধিকার ৭১), দফতর সম্পাদক- আহসান হাবীব (আন্দোলন ৭১), কার্যনির্বাহী সদস্য- অনির্বাণ বিশ্বাস, সোনিয়া আক্তার ও সুমাইয়া ঐশী।

এসময় উপস্থিত ছিলেন- জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সজীব সরকার, জৈষ্ঠ প্রভাষক ও কো-অর্ডিনেটর কাজী আনিছ, প্রভাষক রিফাত সুলতানা, প্রভাষক নাসরিন আক্তার, খণ্ডকালীন শিক্ষক বায়েজিদ আহমেদ, শেখ জিনাত শারমিন, শাহাদাত পারভেজ এবং লুৎফর রহমান হিমেল।
 আরও খবর