www.muktobak.com

গরম ও আর্দ্র্র তাপমাত্রায় কি করোনাভাইরাস টিকতে পারে?


 বিডি ফ্যাক্ট চেক    ১৫ মার্চ ২০২০, রবিবার, ১:২৮    ক্রসচেক


গরম ও আর্দ্র্র তাপমাত্রায় কি করোনাভাইরাস টিকতে পারে?

গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছিল, ২১-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করোনা ভাইরাস টিকতে পারে না। চীন, ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালির প্রসঙ্গ টেনে বলা হচ্ছিল এসব দেশে গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। তাই এসব দেশে করোনাভাইরাসের বিস্তার বেশি হয়েছে। বাংলাদেশের গড় তাপমাত্রা যেহেতু ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাই এখানে করোনার বিস্তার সম্ভব নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনা ভাইরাস গরম এবং আর্দ্র্র যেকোনো পরিবেশেই বিস্তার লাভ করতে পারে। গরম আবহাওয়ায় করোনাভাইরাস বিস্তার লাভ করতে পারবে না এমনটি গবেষণায় প্রমাণিত হয়নি। দেখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্লেষণ:
https://www.who.int/…/novel-…/advice-for-public/myth-busters

অত্রএব বাংলাদেশের মতো গরম ও আদ্র তাপমাত্রায় করোনা ভাইরাস টিকতে পারবে না তা সত্যি নয়।

সৌজন্যে : বিডি ফ্যাক্ট চেক




 আরও খবর