বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পাল্টে দিচ্ছে সব হিসাব নিকাশ। প্রাণঘাতী কোভিড-১৯ বিশ্বকে প্রায় অচল করে দিয়েছে। এ অবস্থায় সতর্কতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে ডাক্তার, নার্সদের পরেই সবচেয়ে ঝুঁকিতে সাংবাদিকরা। তাদের সুরক্ষা ও ঝুঁকি কমাতে তাই দেশের বিভিন্ন গণমাধ্যম নিয়েছে বেশ কিছু পদক্ষেপ। এর মধ্যে রয়েছে জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করা, মাস্ক ও গ্লাভসের ব্যবস্থা করা, গণপরিবহন এড়াতে কর্মীদের যাতায়াত সুবিধা দেয়া। বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, বাংলাদেশ পোস্ট ও অধিকার ডট নিউজ চালু করেছে ওয়ার্ক অ্যাট হোম সুবিধা।
টেলিভিশনের সংবাদ কর্মীদের ওয়ার্ক অ্যাট হোম সুবিধা দেয়া কঠিন। তবে সময় টিভি চালু করেছে এক দিন অফিস একদিন ছুটি সুবিধা। এ প্রসঙ্গে চ্যানেলটির বার্তা প্রধান তুষার আবদুল্লাহ মুক্তবাককে জানান, সংবাদকর্মীদের মুভমেন্ট কমাতে একদিন অফিস করার পরদিন কর্মীরা ছুটি ভোগ করবেন। এতে করে তাদের বাসা টু অফিস এবং অফিস টু বাসা যাতায়াত কমে যাবে। এজন্য অবশ্য ১২ ঘণ্টার শিফটে কাজ করতে হবে। এছাড়া তিনি জানান, গুরুত্বপূর্ণ ইভেন্ট বাদে অন্য সব ইভেন্ট কাভার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে রিপোর্টারদের মুভমেন্ট কমে আসবে।