জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ টুয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার কমিশনের ডেপুটি ডিরেক্টর গুলশান আনোয়ার প্রধান এ মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে ২০১৯ সালে ৪২ কোটি টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে।
একই অভিযোগে এরআগে গত ২৬ নভেম্বর দুদক তৌফিক ইমরোজ খালিদিকে নিজ কার্যালয়ে ডেকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। সেসময় বিডি নিউজে বিনিয়োগের ঘটনায় এল আর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকেও জিজ্ঞাসাবাদ করে দুদক।
আরও জানতে ক্লিক : ACC sues bdnews24.com editor Khalidi