www.muktobak.com

হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাই গ্রেপ্তার


 ডেস্ক রিপোর্ট    ১০ আগস্ট ২০২০, সোমবার, ৬:২৫    আন্তর্জাতিক


বিদেশি শক্তির সাথে যোগসাজশের অভিযোগে হংকংয়ের মিডিয়া ও বিজনেস টাইকুন জিমি লাইকে গ্রেপ্তার করা হয়েছে। সেসঙ্গে তার পত্রিকা অফিসে অভিযান চালিয়েছে পুলিশ।

গত জুনে চিনের বিতর্কিত নিরাপত্তা আইন পাশের পর প্রথম কোনো হাই প্রোফাইল ব্যক্তি গ্রেপ্তার হলেন। লাই হংকংয়ে গণতন্ত্রের পক্ষে সবচেয়ে সোচ্চার ব্যক্তি। গত বছরের সরকার বিরোধী বিক্ষোভে তিনি সমর্থন দিয়েছিলেন।

৭১ বছর বয়সী লাই, এর আগে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হয়েছিলেন।

চীনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমস জিমি লাই দাঙ্গাকে সমর্থক এবং তার প্রকাশনাকে ঘৃণা ও গুজব ছড়ায় বলে বর্ণনা করেছে। পত্রিকাটি জানায়,লাইয়ের দুই ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে যারা ছিলেন নেক্সট ডিজিটাল নামে হংকংয়ের সবচেয়ে প্রভাবশালী পত্রিকার সিনিয়র এক্সকিউটিভ।

তাদের মালিকানাধীন পত্রিকা অ্যাপল ডেইলি কার্যালয়ে প্রায় দুশো পুলিশ তল্লাশি চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, বিদেশী শক্তির সাথে যোগসাজশের অভিযোগে ৩৯ বছর থেকে ৭২ বছর বয়সী সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সেখানে জিমি লাইয়ের নাম উল্লেখ করা হয়নি।

বিবিসি জানিয়েছে, ব্যবসায়ী জিমি লাইয়ের সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলারের বেশি। চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ের তথ্য অনুসারে গতবছর প্রিন্ট এবং অনলাইনে এই এলাকার মোস্ট পেইড নিউজ পেপার অ্যাপল ডেইলি।

১৯৯৭ সাল হতে হংকং চীনের অধীনে যুক্ত হলে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে বাক স্বাধীনতা। চলতি বছর জুনে নতুন করে নিরাপত্তা আইন পাশের পর, কার্যত সবধরনের সমালোচনাই সরকার বিরোধী কার্যকলাপ হিসেবে বিচারযোগ্য অপরাধ।

আরও জানুন বিবিসির রিপোর্ট : Jimmy Lai: Hong Kong media tycoon arrested under security law

ওয়াশিংটন পোস্টের খবর : Hong Kong media tycoon Jimmy Lai arrested under national security law




 আরও খবর