www.muktobak.com

হতে চান RJ (রেডিও জকি)?


 মুক্তবাক রিপোর্ট    ৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ২:০৮    কর্মের সন্ধান


 

সাধারণ যোগ্যতা:
* স্পষ্ট উচ্চারণ। গুছিয়ে কথা বলার ক্ষমতা ।
* দু এক বছরের কাজ করার অভিজ্ঞতা। (অপশনাল)
* অডিও এডিটিং।
* ভিডিও এডিটিং।
* কন্টেন্ট ক্রিয়েটর।


শিক্ষাগত যোগ্যতা:  
* নুন্যতম স্নাতক


অযোগ্যতা:
* খুব অল্প সময়ে বহু সংখ্যক প্রতিষ্ঠানে কাজ করেছেন । এবং খুব দ্রুত সুইচ করেছেন ।
* প্রচুর কথা বলেন বলে বন্ধুরা উৎসাহ দিয়েছে এ পেশায় আসতে ।


বিশেষ যোগ্যতা: 
* গান করা ।


এপ্লাই করবেনঃ kebria@dhakafm904.com


শেষ তারিখ: ১০ ই অক্টোবার ২০২০

সার্কুলারটি আর জে কিবরিয়ার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে নেয়া। 

 




 আরও খবর