www.muktobak.com

ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি দীপঙ্কর, সম্পাদক এমদাদ


 ডেস্ক রিপোর্ট:    ৯ জানুয়ারি ২০২১, শনিবার, ৫:৩৩    খবর


ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির ২০২১-২২ সেশনের নতুন সভাপতি আমাদের সময় পত্রিকার ডেপুটি এডিটর দীপঙ্কর লাহিড়ী ও সাধারণ সম্পাদক যুগান্তরের সাব-এডিটর এমদাদুল হক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষভোটে এ নির্বাচন সম্পন্ন হয়।

সংগঠনের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কামরুল হাসান সবুজ (সময় টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (ডিবিসি), কোষাধ্যক্ষ আলতাফ হোসেন (মানবজমিন), প্রচার সম্পাদক আতিকা রহমান (আরটিভি), সদস্য মাহমুদুল হক খোকন (চলনবিল প্রবাহ) ও আবু খালিদ অ্যাপোলো (ঢাকা পোস্ট)।

তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করেন। নির্বাচন কমিটির সদস্যরা হলেন- শিক্ষাতথ্যের সম্পাদক তসলিম উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন হুমায়ুন কবির।

সভায় সর্বসম্মতিতে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টারা হলেন- ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান জাকিয়া সুলতানা, কল্লোল ফাউন্ডেশনের সভাপতি কোহেলি কুদ্দুস মুক্তি ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ। সাধারণ সভা উপলক্ষে পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।
 আরও খবর