দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও প্রতিবেদক মেহেদী হাসান রাহাতের বিরুদ্ধে মামলা হয়েছে। হোটেল রয়েল টিউলিপের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মো. মশিউর রহমান সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
শুনানির পর পেনাল কোডের ৫০০/৫০১ ধারায় মামলাটি আমলে নেন আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হাই। একইসাথে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২১ আদালতে হাজির হওয়ার জন্য মামলার আসামি দৈনিক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও প্রতিবেদক মেহেদী হাসান রাহাতের প্রতি আদালত সমন জারি করেছেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার।
যে রিপোর্টের কারণে মামলা
১৩ জানুয়ারি বণিক বার্তার প্রথম পাতায় ‘রয়েল টিউলিপে বিনিয়োগ করে বিপাকে আইসিবি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে রয়েল টিউলিপ হোটেলের ব্যবসায়িক পরিস্থিতি এবং রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে বন্ডের কিস্তি পরিশোধে ব্যর্থতার বিষয়টি তুলে ধরা হয়।
রিপোর্ট পড়তে ক্লিক করুন : রয়েল টিউলিপে বিনিয়োগ করে বিপাকে আইসিবি