www.muktobak.com

প্রথম আলোতে ফিরলেন উৎপল শুভ্র


 মুক্তবাক রিপোর্ট    ৬ ফেব্রুয়ারি ২০২২, রবিবার, ১০:৫২    খবর


আবারো প্রথম আলোতে ফিরলেন ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র। প্রায় তিন বছর আগে প্রথম আলোর ক্রীড়া সম্পাদকের দায়িত্ব ছাড়ার পর তিনি নিজ নামে চালু করেন খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট। নতুন করে প্রথম আলোতে কাজ শুরু করা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেন - 

'হুট করে চাকরি ছেড়ে দেওয়ার পরও প্রথম আলোতে আসা-যাওয়া ছিলই; তবে চাকরিতে ফেরার কথা বললে তা ফিরলাম প্রায় দুই বছর দশ মাস পর। এ-ত-দি-ন! বিশ্বাসই হচ্ছে না। বরং মনে হচ্ছে, বরাবরের মতো এক-দেড় মাসের কোনো একটা ট্যুর করে আবার অফিসে ফিরেছি। এমন মনে হওয়ার একটাই কারণ, সবার কাছ থেকে পাওয়া সাদর অভ্যর্থনা। প্রথম আলোতে এমন অনেকেই আছেন, যাদের সঙ্গে আমার তিন দশকেরও বেশি একসঙ্গে পথ চলা। তাদের খুশিটা তাই অনুমেয়ই ছিল। কিন্তু শুধু তো তারাই নন, বয়সে বড়-ছোট বাকি সবাই-ও এমনভাবে আমাকে আবার বরণ করে নিয়েছেন যে, আমি রীতিমতো আপ্লুত। প্রথম আলোতে দ্বিতীয় ইনিংসের শুরুটা এমন ভালো করে দিয়েছেন তারাই। ইনিংসটা বড় আর স্মরণীয় করে রাখার দায়টা যাতে আরও বেড়ে গেল।'
 আরও খবর