www.muktobak.com

কর্নাটকের ছাত্রী মুসকানকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে


 কদরুদ্দীন শিশির    ১০ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ১১:৪৩    ক্রসচেক


ভারতের হিজাব আন্দোলনের ঘটনায় একগুচ্ছ ফেইক না, কর্নাটকের আদালত এই ইস্যুতে এখনও কোনো রায় দেয়নি। আজকে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বেঞ্চে শুনানি হবে।

খবরের লিংক: https://timesofindia.indiatimes.com/city/bengaluru/karnataka-news-live-updates-covid-omicron-coronavirus-hijab-row-basavaraj-bommai-dk-shivakumar-february-9-2022/liveblog/89434714.cms

মুসকান বিবি খান আহমাদিয়া বা কাদিয়ানী মুসলিম নারী- এমন তথ্য দিয়ে প্রমাণ হিসেবে একটি টুইটার একাউন্টের স্ক্রিনশট পোস্ট করা হয়েছে- এটিও ভারতের আন্দোলনে আলোচিত মুসকান বিবি খানের টুইটার হ্যান্ডেল নয়। মুসকান বিবি 'বি.কম' পড়ছেন আর টুইটার হ্যান্ডেলের 'মুসকান সিদ্দিকা' একজন 'হবু ডাক্তার'।

মুসকান নিজের পরিচয় নিজে দিয়েছেন এনডিটিভিকে: https://web.facebook.com/ndtv/videos/476720900654853/

মুসকান স্বাভাবিক সময়ে স্কার্ট/জিন্স পরে ঘুরে বেড়ান আর চলমান আন্দোলনে হিজাব পরে অংশ নিয়েছেন দাবি করে 'মুসকানের হিজাব বিহীন কিছু ছবি' ছড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে সেগুলো মুসকানের ছবি নয়। ছবিগুলো Najma Nazeer Chikkanerale নামে ভারতীয় আরেক নারীর।

লিংক: https://perma.cc/UL3C-QFSL

https://perma.cc/V9YL-P2T7

https://archive.ph/Qfmjn

https://archive.ph/36GwK

 

(কদরুদ্দীন শিশিরের ফেসবুক পোস্ট হতে নেয়া)




 আরও খবর