ইংরেজি সংবাদপত্র ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামসুল হক জাহিদ। সম্প্রতি সংবাদপত্রটির মালিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পাবলিকেশনস লিমিটেডের (আইপিএল) পরিচালনা পর্ষদের সভায় নতুন সম্পাদক নিয়োগের বিষয়টি অনুমোদন দেয়া হয়।
২০০১ সালে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে যোগ দেন শামসুল হক জাহিদ। এরপর পর্যায়ক্রমে ডেপুটি এডিটর, জয়েন্ট এডিটর ও এক্সিকিউটিভ এডিটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সাংবাদিক হিসেবে প্রায় ৫০ বছর কাজ করছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের নতুন সম্পাদক।
১৯৭৩ সালে ইংরেজি দৈনিক দ্য মর্নিং নিউজের নিজস্ব প্রতিবেদক হিসেবে এ পেশায় পথচলা শুরু করেন তিনি। এরপর দ্য বাংলাদেশ টাইমস ও সাপ্তাহিক ঢাকা কুরিয়ারেও কাজ করেছেন। বাংলাদেশের অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন শামসুল হক জাহিদ।
এছাড়া, লন্ডন থেকে প্রকাশিত রিভার্স অব লাইফ বইয়ের সহলেখকও তিনি।