www.muktobak.com

পশ্চিমা প্রপাগান্ডার দোহাই দিয়ে রুশ প্রপাগান্ডা প্রচার!


 কদরুদ্দীন শিশির    ১৯ মার্চ ২০২২, শনিবার, ১২:১০    দেশ


বাংলাদেশের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ১৭ মার্চ তাদের ইউটিউব চ্যানেল একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে।
শিরোনাম: "ইউক্রেনে ২০ মিনিটেই শেষ সেরা স্নাইপার ওয়ালি | World's deadliest sniper Wali dies in Ukraine"
ইউটিউব: https://perma.cc/WG3H-3S37


আবার ভিডিওটি "World's deadliest sniper Wali dies in Ukraine" শিরোনামে TBS এর ওয়েবসাইটে আলাদা প্রতিবেদন আকারেও প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইট: https://perma.cc/2WF7-VBAV


ফেসবুক: https://archive.ph/Anb16


কানাডিয়ান সাবেক সেনা কর্মকর্তা (স্নাইপার) উইলি ডবিড-- যাকে 'ওয়ালি' নামেই বেশি মানুষ চেনেন-- কিভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে গিয়ে মারা গেছেন- ২ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওতে সেই বর্ণনা দেয়া হয়েছে।
শিরোনাম ও বর্ণনায় 'ওয়ালির মৃত্যুর খবর'কে 'নিশ্চিত তথ্য' আকারে তুলে ধরা হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিবেদনে। কোনো 'যদি' 'কিন্তু' 'কোট/আনকোট' বা 'একপক্ষের দাবি' আকারে তুলে ধরা ইত্যাদি করা হয়নি।
খবরের দুটি সূত্র উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে; প্রথমটি হল 'রাশিয়া ইনফরমা' নামে একটি টুইটার একাউন্ট এবং দ্বিতীয়টি হল 'ইউরো উইকলি' নামে একটি ওয়েবসাইট। 'রাশিয়া ইনফরমা' এর টুইটের একটি স্ক্রিনশটও বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিবেদনে দেখানো হয়েছে।
রাশিয়া ইনফরমা: https://perma.cc/UE5C-MTGC
ইউরো উইকলি: https://perma.cc/3ZHZ-LSDG
ইউরো উইকলির প্রতিবেদনের প্রথম তিনটি বাক্য (প্রতি বাক্যে এক প্যারা) নিচে তুলে দেয়া হল:
"One of the deadliest snipers in the world allegedly dies in Ukraine.
AFTER answering the call from Ukrainian President Volodymyr Zelenskyy, one of the world’s deadliest snipers, Willy Dobid, known as Wali, has reportedly died in Ukraine.
Reports from pro-Russia media have alleged that Wali was killed 20 minutes into battle in the Ukrainian city of Mariupol, however, there is no confirmation that he has been killed, as reported by Spanish news outlet España Diario.
লক্ষ্যণীয় যে, প্রতিটি বাক্যে 'allegedly dies', 'reportedly died' এবং 'pro-Russia media have alleged that Wali was killed'- শব্দগুচ্ছ লেখা হয়েছে।
এর অর্থ হল, খবরটির কোনো সত্যতা ইউরো উইকলি (স্পেন ভিত্তিক একটি সংবাদমাধ্যম) নিজেরা নিশ্চিত করছে না এবং অন্য কোনো ক্রেডিবল সূত্র থেকেও যে নিশ্চিত করা হয়নি সেটা উল্লেখ করে দিয়েছে। আরও বলেছে যে, খবরটি মূলত রাশিয়া পন্থি কিছু মিডিয়া থেকে পাওয়া যাচ্ছে।
এবং ইউরো উইকলি তাদের প্রতিবেদনে España Diario নামের আরেকটি স্পেনিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনের লিংক যুক্ত করেছে যারা একইভাবে রুশপন্থী মিডিয়ার দাবি আকারে খবরটি প্রকাশ করেছে এবং এ বিষয়ে যে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি সেটিও উল্লেখ করেছে।
https:  https://espanadiario.net/.muere-willy-mejor... ?
ইউরো উইকলি এবং এস্পানা ডাইরিও তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে যে, ইউক্রেনিয়ান মিডিয়ায় খবরটিকে ভুয়া এবং 'রুশ প্রপাগান্ডা' বলে উড়িয়ে দেয়া হয়েছে।
ইউরো উইকলি যখন খবরটির কোনো দায় নিচ্ছে না, তখন বাংলাদেশের বিজনেস স্ট্যান্ডার্ড তাদেরকেই দায় দিয়েছে!
"রাশিয়া ইনফরমা'র টুইট ও ইউরো উইকলির ভাষ্য মতে মারিওপোলে যুদ্ধের ময়দানে নামার মাত্র ২০ মিনিটের মাথায় ওয়ালি নিজেই পরিণত হয়েছেন শিকারে।..."-- এভাবে বলেছেন টিবিএস এর রিপোর্টার।
কিন্তু ইউরো উইকলি নিজেরা দাবি করেনি এটা তাদের ভাষ্য। বরং এটা যে 'অন্যদের' বিশেষ করে 'রাশিয়াপন্থী কিছু মিডিয়ার ভাষ্য' তা পরিষ্কার করে বলেছে। আবার ইউক্রেনিয়ানদের আরেকটি ভাষ্যও (যেখানে খবরটি ভুয়া বলা হয়েছে) ইউরো উইকলি প্রকাশ করেছে- যেটা বিজনেস স্ট্যান্ডার্ড তাদের রিপোর্টে উল্লেখ করেনি।
অন্যদিকে, 'রাশিয়া ইনফরমা' বলে যে টুইটার হ্যান্ডেলের সূত্র বিজনেস স্ট্যান্ডার্ড- উল্লেখ করা হয়েছে (স্ক্রিনশটও দেয়া হয়েছে) সেটির জন্ম চলতি মার্চ মাসে (২০২২), অর্থাত, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর।
১৮ মার্চ তাদের ফলোয়ার সংখ্যা ছিল ৮৫৭ জন। নিজেদেরকে টুইটারে 'মিডিয়া এন্ড নিউজ কোম্পানি' হিসেবে পরিচয় দেয়া হ্যান্ডেলটির নামে কোনো ওয়েবসাইট নেই। তাদের মূল ফোকাস ইউক্রেন-রাশিয়া সংঘাত যা তাদের প্রফাইলেই উল্লেখ করা রয়েছে: "Truthful information and at the time of the Russian-Ukrainian conflict, which no media is informing you".
গত ১৫ মার্চ ওয়ালির সশস্ত্র কয়েকটি ছবিসহ একটি টুইট করে 'রাশিয়া ইনফরমা' যা হুবহু এরকম:
"Canadian sniper Wali Dubbed "the wold's deadliest sniper" Killed by Russian Forces just 20 minutes after goin into action in Mauripol."
https://perma.cc/4XFY-KH89
তাদরে এই বাক্যটিতে একাধিক বানান ভুল রয়েছে (wold, goin), যা টুইটার হ্যান্ডেলটির অপেশাদারিত্ব এবং অনির্ভরযোগ্যতার একটি নিদর্শন।
সংক্ষেপে বললে, একটি প্রপাগান্ডা একাউন্টের বৈশিষ্টমণ্ডিত টুইটার হ্যান্ডেল এটি।
ইউরো উইকলি যে তথ্যের দায় নিজেরা নেয়নি সেটির দায় তাদের ওপর ভুলভাবে চাপিয়ে এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলকালীন রাশিয়ার প্রপাগান্ডা ছড়ানোর জন্য খোলা একটি টুইটার হ্যান্ডেলকে সূত্র হিসেবে ব্যবহার করে যে খবরটি প্রচার করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সেটির শেষাংশের ভয়েস ওভারে বলা হয়েছে--
"তবে পশ্চিমা সংবাদমাধ্যম ওয়ালির মৃত্যুর খবর নিশ্চিত করেনি। যদিও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চাপে ফেলতে পশ্চিমা মিডিয়ার প্রপাগান্ডার অভিযোগ ছিল আগে থেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ালির মৃত্যুর খবরে তাই নেটিজেনদের মত, অন্যসব প্রপাগান্ডার মতো ওয়ালি অধ্যায়কেও ব্যর্থ করে দিলো মস্কো।"
অর্থাত, শেষ বাক্যে ওয়ালির কথিত মৃত্যুকে আবারও 'নিশ্চিত তথ্য' হিসেবে তুলে ধরেছে টিবিএস। তাকে 'মেরে' পশ্চিমা প্রপাগান্ডা ব্যর্থ করে দিয়েছে মস্কো!
'পশ্চিমা সংবাদমাধ্যম ওয়ালির কথিত মৃত্যুর খবর নিশ্চিত না করার' বিষয়টিকে পক্ষপাতমূলক আচরণ হিসেবে দেখাতে পশ্চিমা সবাদমাধ্যমে তার যুদ্ধে অংশ নেয়ার পক্ষে প্রপাগান্ডার অভিযোগ আনা হয়েছে।
বি:দ্র: পশ্চিমা কিম্বা রাশিয়ার কোনো উল্লেখযোগ্য সংবাদমাধ্যমে ওয়ালির নিহত সংক্রান্ত কোনো খবর এখনও প্রকাশিত হয়নি। তিনি আদৌ মারা গেছেন কিনা সেটা এই মূহূতে নিশ্চিত করার কোনো উপায় নেই। এই পোস্টে শুধু এটা দেখানো হয়েছে যে, মিডিয়া রিপোর্টে যে সূত্রের বরাতে খবরটি প্রকাশ করা হয়েছে তা কতটা অনির্ভরযোগ্য।




 আরও খবর