১ জুলাই থেকে বেড়ে যাচ্ছে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের দাম। প্রিন্ট উপাদানের ব্যাপক দাম বৃদ্ধি, অন্যান্য খরচ বেড়ে যাওয়া ও বিজ্ঞাপন কমে যাওয়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি। গতকাল পত্রিকাটির প্রথম পাতায় অ্যান অ্যাপিল টু আওর রিডার্স নামে একটি লেখায় ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক এ ঘোষণা দিয়ে আগের মতই পাঠকরা এ সিদ্ধান্তের ক্ষেত্রে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন।
এতে সম্পাদক ও প্রকাশক বলেন, ১৯৯১ সালে যাত্রা শুরুর পর থেকে দিন দশক জুড়ে পাঠকরা যেভাবে আমাদের পাশে রয়েছেন তা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আপনাদের অটুট বিশ্বাস, অব্যাহত সমর্থন ছাড়া আমরা এই চ্যালেঞ্জ উতরাতে পারতাম না। আপনারা এটাও জানেন যে সময়ের সঙ্গে সঙ্গে খরচ বেড়েছে। আর ব্যাপকভাবে বিশ্ব বাজারে বেড়েছে নিউজ প্রিন্টের দাম। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে কাগজের উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে গতবছরের তুলনায় গত কয়েক মাসে দাম বেড়েছে দ্বিগুণ। এছাড়া ডলারের বিনিময় হার বৃদ্ধি, অন্যান্য প্রিন্টিং উপাদানের দাম বৃদ্ধি ও পত্রিকার সরবরাহ খরচ বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে দ্বিগুণ।
এসব দিক বিবেচনা করে আমরা এই সংকটময় পরিস্থিতিতে ১ জুলাই হতে দাম বাড়িয়ে ১৫ টাকা করতে বাধ্য হচ্ছি। আমরা বিশ্বাস করি স্বাধীন সাংবাদিকতায় আগের মতই আপনাদের সমর্থন পাব।
উল্লেখ্য এরআগে একই কারণে ১৬ জুন থেকে ৫টাকায় যাত্রা শুরু করা দৈনিক নয়াদিগন্তের দাম বাড়িয়ে ১২ টাকা করা হয়। দাম বাড়ছে নয়াদিগন্তের, কিন্তু কেন?
বাজারে আসার প্রথম দিন থেকেই ইংরেজি ভাষার বিজনেস ডেইলি টিবিএস (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) এবং বিজনেস পোস্টের বিক্রি মূল্য ১৫ টাকা। এটিই বাংলাদেশে প্রচলিত দৈনিকগুলোর সর্বোচ্চ মূল্য। এ তালিকায় যুক্ত হতে চলেছে দীর্ঘদিন ১২ টাকায় বিক্রি হওয়া ডেইলি স্টার।
ডেইলি স্টারের এ সংক্রান্ত ঘোষণা এই লেখায় : An appeal to our readers