www.muktobak.com

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে সংখ্যালঘু


 CJR    ৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৭:২৬    আন্তর্জাতিক


ডিকেডস অব ফেইলর (কয়েক দশকের ব্যর্থতা)শিরোণামে কলম্বিয়া জার্নালিজম রিভিউতে প্রকাশিত একটি নিবন্ধে বলা হচ্ছে, কয়েক দশক আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে সংখ্যালঘুদের অবস্থা ‌উন্নয়নে নেয়া পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

১৯৭৯ সালে আমেরিকান সোসাইটি অব নিউজ এডিটরস অঙ্গীকার করে যে, ২০০০ সালের মধ্যে নিউজরুমে সংখ্যালঘুদের হার হবে জনসংখ্যার আনুপাতিক হারে। পত্রিকাগুলো সে লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছে। আদম শুমারি ব্যুরোর তথ্যমতে, সংখ্যালঘুদের হার জনসংখ্যার অনুপাতে ৪০ শতাংশ হলেও প্রিন্ট এবং অনলাইনে কর্মরত সংবাদ কর্মীদের হিসেবে সেটি ১৭ শতাংশের কম। যারমধ্যে নেতৃত্বের পর্যায়ে আছেন মাত্র ১৩শতাংশ। নিউইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালে শ্বেতাঙ্গদের হার ৮১শতাংশ। ওয়াশিংটন পোস্টে এই হার ৭০ শতাংশ। লসঅ্যাঞ্জেলসে জনসংখ্যার ৭২ শতাংশ সংখ্যালঘু হলেও লস অ্যাঞ্জেলস টাইমসে কর্মরত সংখ্যালঘুদের হার ৩৩শতাংশ। রেডিও, টেলিভিশন ডিজিটাল নিউজ অ্যাসোসিয়েশনের হিসেবে কিছু গণমাধ্যমে পরিস্থিতি কিছুটা ভালো হলেও তা সন্তোষজনক নয়।

কলম্বিয়া জার্নালিজম রিভিউয়ের হিসেবে নিউজরুম লিডার তালিকার ৮৬ভাগ শ্বেতাঙ্গ। মাত্র ৫ভাগ কৃষ্ণাঙ্গ।

এ বিষয়ে কলম্বিয়া জার্নালিজম রিভিউয়ের আর্টিকেলটি পড়ুন এখানে >>>

https://www.cjr.org/special_report/race-ethnicity-newsrooms-data.php/




 আরও খবর