দেশের একমাত্র বিজনেস ইংরেজি পত্রিকা দি ফাইনান্সিয়াল এক্সপ্রেস নিয়মিত প্রকাশনার ২৫বছর পেরিয়ে আজ পা দিয়েছে ২৬তম বছরে। ১৯৯৩ সালের এই দিনে যাত্রা শুরু দৈনিকটি। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মোয়াজ্জেম হোসেন। সম্পাদকীয় কার্যালয় তোপখানা রোডের ট্রপিকানা টাওয়ার।
এ উপলক্ষে পত্রিকাটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
২৪ পৃষ্টা মূল পত্রিকার সাথে ৪৮ পৃষ্টা করে ২পর্বের ক্রোড়পত্রে মোট ৭২ পৃষ্টার এই আয়োজন। আজকের জন্য দাম রাখা হয়েছে ১৫টাকা।
এতে লিখেছেন মির্জা আজিজুল ইসলাম, মুহাম্মদ জমির, ড. আতিউর রহমান, ড. নাজনীন আহমেদ, অঞ্জলি রাভাল. পেট্রিক জেনকিন্সসহ দেশি বিদেশি অনেকে।