সরকার বিরোধী প্রোপাগান্ডা চালানো ও কপিরাইট লঙ্ঘনের অভিযোগে 'নিখোঁজ' পিএইচডি গবেষক এনামুল হক মনিকে গ্রেপ্তার করেছে র্যাব-২। শনিবার সকালে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে প্রথম আলো, বিবিসি বাংলা, বিডি নিউজসহ বেশ কিছু ওয়েবসাইটের আদলে ভুয়া সাইট বানিয়ে প্রোপাগান্ডা চালানোর অভিযোগ রয়েছে। তার বাড়ি পাবনার রাধানগর এলাকায়।
তবে তার পরিবারের দাবি দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে বিমানবন্দর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় কে বা কারা।