www.muktobak.com

দায়িত্বশীল গণমাধ্যমের কাজ কী?


 মুক্তবাক রিপোর্ট    ৪ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৩:০৮    দেশ


সোমবার জন কবিরের সঙ্গে মিথিলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাহসান মিথিলার বিবাহ বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পর ওই ছবিকে ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। আর এই গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে বেশ কিছু অনলাইন। এ তালিকায় রয়েছে দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে পরিচিত কিছু প্রতিষ্টানও।

সময় টেলিভিশনের অনলাইনে দেখা যায় বিনোদন সেকশনের সবশেষ ৬টি নিউজ এই ছবি নিয়ে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবশেষ ৫২ মিনিটে ৩টি নিউজ শেয়ার করা হয়েছে এ বিষয়ে। যদি বিশেষ কোনো ঘটনা ঘটে সেটা নিয়ে একই বিষয়ে আবার রিপোর্ট হতে পারে।

কিন্তু শিরোণাম দেখলেই বোঝা যায়, একটি গুরুত্বহীন ইস্যুকে উদ্দেশ্যেপ্রণোদিত নিউজ হিসেবে ট্রিটমেন্টের চেষ্টা। উদাহরণ "জন-মিথিলার 'ঘনিষ্ঠ'' ছবিতে ফুয়াদের কমেন্ট"

দায়িত্বশীল গণমাধ্যমের কাজ কী প্রচলিত স্রোতে গা ভাসানো? কিংবা যেসব মুখরোচক নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তাতে উসকানিমূলক প্ররোচনা দেয়া? স্রেফ ক্লিক বাইট বাড়ানো ছাড়া এসব নিউজের ভ্যালু আছে কী ?
 আরও খবর