www.muktobak.com

ডয়চে ভেলেতে সাংবাদিকতা শেখার সুযোগ


 মুক্তবাক রিপোর্ট    ৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ১২:৩৭    প্রশিক্ষণ


জার্মানির আন্তর্জাতিক ব্রডকাস্টার ডয়চে ভেলে, হাতে কলমে সাংবাদিকতার নানা বিষয় নিয়ে ১৮ মাসব্যাপী একটি ট্রেইনিশিপ প্রোগ্রাম চালু করেছে৷

এই প্রোগ্রামে সুযোগ মিলবে টিভি মডারেশন, মাল্টিমিডিয়া স্টোরি টেলিং, ড্যাটা জার্নালিজম, সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল রিয়ালিটি বিষয়ে সেমিনার, ওয়ার্কশপ ও কোর্সে যোগ দেবার সুযোগ৷ সাধারণত এই প্রশিক্ষণ শেষ হবার পর ট্রেইনিরা ডয়চে ভেলেতে কাজের সুযোগ পান।

আবেদনকারীর যোগ্যতা
- এই প্রোগ্রামটিতে যোগ দেবার জন্য আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে৷ 
- তবে তথ্যপ্রযুক্তি, অর্থনীতি অথবা বিজ্ঞানের অন্যান্য শাখায় কাজ করার অভিজ্ঞতা যাদের আছে এবং যারা এসব শাখা থেকে সাংবাদিকতায় আসতে চান, তারাও আবেদন করতে পারেন৷

ভাষায় দক্ষতা
- জার্মান ও ইংরেজি যে কোনো একটিতে দক্ষতা ও অন্যটিতে অল্পবিস্তর জ্ঞান থাকতে হবে।
- তবে আপনার যদি ইংরেজিতে ভালো দখল থাকে, আবেদন পছন্দ হলে আপনাকে জার্মান ভাষা শেখারও সুযোগ দেয়া হবে।

আবেদনের শেষ সময়
জানুয়ারি ১১, ২০১৯ পর্যন্ত।




 আরও খবর