এ বিষয়ে একটি ঘোষণা দিয়েছেন বার্তা 24 এর ফিচার সম্পাদক তানিম কবির। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ঘোষণায় বলেন-
বার্তা 24-এর ফিচার বিভাগে কাজের সুযোগ
...
যদি থাকে বিশ্বজনীন-বিচিত্র-বিষয়-আশয়ের (সমাজ/ বিজ্ঞান/ ইতিহাস/ ঐতিহ্য/ সংস্কৃতি/ খেলাধুলা/ প্রযুক্তি/ চলচ্চিত্র/ নাটক/ যুদ্ধ-বিগ্রহ/ বইপত্র ইত্যাদির) প্রতি অফুরন্ত কৌতূহল, ভালো জানাশোনা এবং আরো ভালোভাবে জানবার/ বুঝবার তাড়না।
থাকে যদি সংশ্লিষ্ট বিষয়-আশয়ের ওপর সংক্ষিপ্ত/ মাঝারি বা কোনো ক্ষেত্রে বড় গবেষণাধর্মী আর্টিকেল লেখার সক্ষমতা।
এছাড়াও যদি থাকে সরাসরি ফিল্ড-ওয়ার্কের মাধ্যমে দেশিয় নানা বিষয়/ বস্তু/ ব্যক্তি/ প্রতিষ্ঠান ও ইস্যুর ওপর ফিচার প্রতিবেদন তৈরির দক্ষতা।
কিংবা যদি হন অনুবাদে সিদ্ধহস্ত, সাক্ষাৎকার গ্রহণে সপ্রতিভ। সর্বোপরি আস্থা থাকে নিজের প্রতি আর সরাসরি গণমাধ্যমে কাজ করার ব্যাপারে থাকে অদম্য আগ্রহ।
আপনার তৈরিকৃত আর্টিকেল/ ফিচার প্রতিবেদন/ অনুবাদ-কর্ম বা সাক্ষাৎকারের প্রকাশিত/ অপ্রকাশিত দুয়েকটি কপি সরবরাহপূর্বক যোগাযোগ করুন৷
বেতন/ বিল আলোচনা সাপেক্ষ৷
...
যোগাযোগ
tanimkabir@gmail.com
01717 589 274