www.muktobak.com

টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৮


 মুক্তবাক রিপোর্ট    ১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১১:৩৪    আন্তর্জাতিক


যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম এবছরের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে তুরস্কে নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগি ও মিয়ানমারে কারাদণ্ডপ্রাপ্ত বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে। ১১ ডিসেম্বর এই ঘোষণা দেয়া হয়।

এই তিনজন ছাড়াও টাইম ফিলিপাইনের সংবাদবিষয়ক ওয়েবসাইট র্যাপলার এর প্রতিষ্ঠাতা মারিয়া রেসা ও যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসের সংবাদপত্র ক্যাপিটাল গেজেটের সংবাদকর্মীদেরও বর্ষসেরা হিসেবে ঘোষণা দিয়েছেন। 

টাইম এর প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী অ্যাডওয়ার্ড ফেলসেনথাল এক বিবৃতিতে বলেছেন, মহান সত্যের জন্য ভয়ংকর ঝুঁকি নেয়া ও কথা বলার জন্য জামাল খাশোগি , ক্যাপিটাল গেজেট, মারিয়া রেসা, ওয়া লোন এবং কিয়াও সোয়ে ওউকে এবছর টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন।

 




 আরও খবর