সময় টিভিতে চাকরির সুযোগ

চাকরি

মুক্তবাক ডেস্ক

(২ মাস আগে) ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩৩ অপরাহ্ন

talktrain

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় বেসরকারি সংবাদমাধ্যম ‘সময় টেলিভিশন’ (সময় মিডিয়া লি.)। ট্রেইনি কনটেন্ট প্রেজেন্টেশন রিসার্চার নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আগামী ২৮ মের মধ্যে আবেদন করতে পারবেন।
পদবি: ট্রেইনি কনটেন্ট প্রেজেন্টেশন রিসার্চার

ডিপার্টমেন্ট: ইনপুট
কাজের ধরন: ফুলটাইম


বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা

দায়িত্বসমূহ:

১. সঠিক ও বিষয় সংশ্লিষ্ট কনটেন্ট তৈরির জন্য মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কিত গবেষণা পরিচালনা করা।
২. পডকাস্ট, ভিডিও, ব্লগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট তৈরির ক্ষেত্রে সৃজনশীল ও উদ্ভাবনী ধারণা দেয়া।

৩. শো, প্রেজেন্টেশন ও আর্টিকেলের জন্য স্ক্রিপ্ট এবং অউটলাইন্স তৈরি করা।

৪. সরাসরি যোগাযোগ, ভিডিও প্রেজেন্টেশন এবং লাইভ সম্প্রচারের মাধ্যমে দর্শকদের সঙ্গে সম্পৃক্ত হতে আকর্ষণীয় উপায়ে কনটেন্ট উপস্থাপন করা।

৫. দর্শক চাহিদা অনুযায়ী ভালো মানের কনটেন্ট তৈরির জন্য সংশ্লিষ্ট টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করার মানসিকতা থাকা।
৬. কার্যকর ও প্রাণবন্ত কনটেন্টের জন্য সমসাময়িক বা আলোচিত ঘটনা এবং দর্শক চাহিদা সম্পর্কে অবগত থাকা।

৭. সাফল্য এবং উন্নতির জায়গাগুলো শনাক্তের জন্য কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ করা।
৮. সামগ্রিক ব্যবসায়িক লক্ষের সাথে সামঞ্জস্যতা নিশ্চিতে কনটেন্ট স্ট্রাটেজি মিটিং ও ব্রেইনস্টর্মিং সেশনগুলোতে অংশ নেয়া।

শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহী প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে।

অন্যান্য যোগ্যতাসমূহ:
• ক্যামেরার সামনে প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং বা হোস্টিংয়ে দক্ষতা।
• লেখা এবং সম্পাদনায় দক্ষতা।
• গবেষণা এবং কার্যকরভাবে তথ্য যাচাই করার সক্ষমতা থাকা।
• নতুন নতুন ধারণা দেয়ার মতো সৃজনশীল মানসিকতা থাকা।
• সাংগঠনিক এবং সময় ব্যবস্থাপনায় দক্ষতা।
৬. সময় টিভির অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, সময়ের স্কুল- এ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অন্যান্য সুযোগ-সুবিধা:

● উৎসব বোনাস: ৩টি (প্রতিটি বোনাস সর্বমোট বেতনের ৯০%)
● বার্ষিক বেতন বৃদ্ধি
● কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস এবং ডিনার
● মোবাইল বিল 
● প্রভিডেন্ট ফান্ড
● গ্রাচ্যুইটি
● অর্জিত ছুটির নগদায়ন
আবেদনের নির্দেশনা: আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ মে, ২০২৪ তারিখ এর মধ্যে নিম্নে প্রদত্ত লিংকে ফরম পূরণও জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।

আবেদনের লিঙ্ক: https://tinyurl.com/trainee28may2024