
Zeteo-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেহদি হাসানের এক্স পোস্ট
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম Zeteo ঘোষণা দিয়েছে, তারা Gaza: Doctors Under Attack" ডকুমেন্টারিটির বিশ্বব্যাপী সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে। এর আগে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি ডকুমেন্টারিটি তৈরি করিয়ে শেষপর্যন্ত তা সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়। খবর আল জাজিরার।
Zeteo-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেহদি হাসান বলেন —
“এই গুরুত্বপূর্ণ, মানবিক ও মর্মান্তিক ডকুমেন্টারিটির বৈশ্বিক স্বত্ব নিতে পেরে আমি আনন্দিত। বিবিসি যেভাবে দীর্ঘ সময় ধরে একে আটকে রেখেছে, তা লজ্জাজনক।”
চ্যানেল ফোর জানিয়েছে, তারা আগামী সপ্তাহে যুক্তরাজ্যে এই “যথাযথ গবেষণাভিত্তিক ও জরুরি তথ্যবহুল” ডকুমেন্টারিটি সম্প্রচার করবে।
The Independent-এর এক প্রতিবেদনে বলা হয়, বিবিসি Basement Films নামক প্রতিষ্ঠানকে ডকুমেন্টারিটি নির্মাণের জন্য দায়িত্ব দিয়েছিল। কিন্তু পরে বিবিসি তা সম্প্রচারে রাজি হয়নি।
তাদের যুক্তি ছিল—ডকুমেন্টারিটি “পক্ষপাতিত্বের ধারণা সৃষ্টি করতে পারে, যা দর্শকের প্রত্যাশিত উচ্চ মানের নিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক”।
তবে এই সিদ্ধান্তকে অনেকেই গাজায় চলমান মানবিক বিপর্যয়ের তথ্যচিত্রকে দমন করার প্রয়াস হিসেবে দেখছেন।