
মোসাব আবু তোহা
ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে নিহত হয়েছেন প্রখ্যাত ফিলিস্তিনি ফটো সাংবাদিক হাসান এসলাইহ্। হামলাটি সোমবার রাতে সংঘটিত হয়, যেখানে হাসপাতাল চত্বর লক্ষ্য করে একাধিক বোমা নিক্ষেপ করা হয়।
স্থানীয় সূত্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় সাংবাদিক এসলাইহ্ ছাড়াও আরও কয়েকজন চিকিৎসাকর্মী ও রোগী হতাহত হয়েছেন। তবে নিহতদের নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হাসান এসলাইহ্ ফিলিস্তিনি সংঘাত নিয়ে বহু বছর ধরে আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে রিপোর্ট করে আসছিলেন। তিনি আল-আকসা টিভির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অত্যন্ত সক্রিয় ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকর্মীরা তার নিথর দেহ বের করে আনছে। এই মৃত্যুর ঘটনায় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, “হাসান এসলাইহ্-এর মৃত্যু সাংবাদিকতার বিরুদ্ধে একটি হিংস্র আক্রমণ।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৪০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর এক গুরুতর আঘাত।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইসরায়েলকে হাসপাতাল ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে।